ট্রেনে করে পান পরিবহণ বন্ধ থাকার ফলে এতদিন আর্থিক ক্ষতির মোকাবিলা করতে হয়েছে পান ব্যবসায়ীদের। পূর্ব মেদিনীপুর জেলার অন্যতম অর্থকারী ফসল পান। পূর্ব মেদিনীপুর জেলার ২৫ টি ব্লকের মধ্যে পাঁশকুড়া ও কোলাঘাট বাদ দিয়ে ২৩ টি ব্লকের ৬২৫১ হেক্টর জমিতে পান চাষ হয়। জেলার বহু মানুষের জীবিকা নির্ভর করে পান চাষের মাধ্যমে। পূর্ব মেদিনীপুর জেলা থেকে করোনার আগে মেচেদা রেল স্টেশনে অনেকগুলি এক্সপ্রেস ট্রেন ও মেল ট্রেনে করে পান ভিন রাজ্যে পাড়ি দিত। পুনরায় আবার মেচেদা স্টেশন থেকে পানের জন্য ট্রেনের বুকিং শুরু হয়েছে।
advertisement
আরও পড়ুন: দশের পরই সোজা কুড়ি টাকা! শিয়ালদহ মেট্রোর টিকিট-মূল্য নিয়ে নেটপাড়ায় তরজা
মুম্বইগামী কুরলা এক্সপ্রেস সহ বিভিন্ন ট্রেনে করে পান মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ ওড়িশা, আসাম, বিহার, ঝাড়খন্ড সহ একাধিক রাজ্যে পাঠানো শুরু হয়েছে। নতুন করে ট্রেনে পান বুকিং শুরু হওয়ায় খুশি পূর্ব মেদিনীপুর জেলার পান ব্যবসায়ী থেকে পান চাষিরা। পূর্ব মেদিনীপুর জেলার এক পান ব্যবসায়ী শ্যামল দাস জানিয়েছেন, 'ট্রেনে এতদিন পান বুকিং না চালু থাকার জন্য ভিন রাজ্যের পান রফতানি করতে আমাদের আর্থিক কঠিন সম্মুখীন হতে হয়েছে। মেচেদা স্টেশন থেকে নতুন করে পান বুকিং শুরু হওয়ায় সেই সমস্যা মিটেছে।'
আরও পড়ুন: শিয়ালদহ মেট্রো চালু হলে কী হবে অটোর? পরিষেবা শুরুর আগেই আশঙ্কায় চালকরা
এমনিতেই প্রাকৃতিক দুর্যোগ আবার নিজেদের কৃষিজাত ফসলের সঠিক মূল্য না থাকায় আর্থিকভাবে দিন দিন ক্ষতিগ্রস্ত হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলার পান চাষিরা। প্রাকৃতিক দুর্যোগ ও করোনার প্রাদুর্ভাব কাটিয়ে পান চাষের মাধ্যমে আবার অর্থনৈতিকভাবে ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে পান চাষিরা। নতুন করে মেচেদা থেকে ট্রেনে পান বুকিং শুরু হওয়ায় আশার আলো দেখছে জেলার পান চাষিরা। ময়না ব্লকের নিতাই চন্দ্র মন্ডল নামে এক পান চাষী জানান, 'নতুন করে ট্রেনে পান বুকিং শুরু হয় আশা করা যাচ্ছে মার্কেটে পানের দাম বাড়বে।'
সৈকত শী