Sealdah Metro Station: শিয়ালদহ মেট্রো চালু হলে কী হবে অটোর? পরিষেবা শুরুর আগেই আশঙ্কায় চালকরা

Last Updated:

মেট্রো চালু হলে এই সমস্ত রুটের অটোচালকরা সবথেকে বেশি ক্ষতিগ্রস্থ হবেন বলে মনে করছেন। (Sealdah Metro Station)

Sealdah Metro Station
Sealdah Metro Station
#কলকাতা: অটো নাকি মেট্রো? যাত্রীরা কোন বিকল্পকে বেছে নেবেন? কোন বিকল্পটি হয়ে উঠবে তাদের নিত্যযাত্রার উপায়,  আপাতত সেই আশঙ্কাতেই রয়েছেন শিয়ালদহ-ফুলবাগান, শিয়ালদহ-বেঙ্গল কেমিক্যাল রুটের অটো চালকরা। বৃহস্পতিবার থেকে জনসাধারণের জন্য মেট্রো চালু হলে এই সমস্ত রুটের অটোচালকরা সবথেকে বেশি ক্ষতিগ্রস্থ হবেন বলে মনে করছেন। (Sealdah Metro Station)
যে সমস্ত নিত্যযাত্রীরা এখন শিয়ালদা থেকে ফুলবাগান অথবা বাইপাসের দিকে যেতে চান তারা ট্রেন থেকে নেমে কাইজার স্ট্রিটের অটোস্ট্যান্ড থেকে অটো ধরে পৌঁছে যান তাদের গন্তব্যে। শিয়ালদা থেকে ফুলবাগান সাধারণ সময় ভাড়া লাগে প্রায় বারো টাকা। বেঙ্গল কেমিক্যাল বা বাইপাসের উপর মনি স্কোয়ার যাওয়ার জন্য কুড়ি টাকা বা তার বেশি খরচ করতে হয় যাত্রীদের। সেইখানে বৃহস্পতিবার থেকে শিয়ালদা স্টেশনের থেকেই শীতাতপ নিয়ন্ত্রিত মেট্রোরেলে করে ফুলবাগান অথবা বেঙ্গল কেমিক্যাল যেতে খরচ হবে মাত্র ১০ টাকা। এছাড়াও একাধিক যাত্রী সচ্ছন্দ তো আছেই।
advertisement
আরও পড়ুন: দশের পরই সোজা কুড়ি টাকা! শিয়ালদহ মেট্রোর টিকিট-মূল্য নিয়ে নেটপাড়ায় তরজা
চিন্তার ভাঁজ শুধুমাত্র শিয়ালদা সংলগ্ন অঞ্চলের অটোচালকদের মধ্যেই নেই, আশঙ্কিত রয়েছেন বিধান নগর রোড থেকে সেক্টর ফাইভের দিকে চলা রুটের চালকরাও। কলকাতার দক্ষিণ এবং উত্তর শহরতলীর দৈনন্দিন প্রায় ৩০ থেকে ৩৫ হাজার মানুষ এই রুট গুলির সাহায্যে যাতায়াত করেন। মেট্রোর মতো সুবিধা জনক পরিষেবা চালু হয়ে যাওয়ায় যথেষ্ট সমস্যার মুখে পড়বেন অটোচালকরা এমনটা মনে করছেন তারা। তবে মেট্রো চালু হওয়ার আগেই কোন রুট ভালো, তা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া সাধারণ মানুষের।
advertisement
advertisement
আরও পড়ুন: চাকরি খুঁজছেন 'বেকার' বরিস জনসন? ঠিকই পড়ছেন, দেখুন ভাইরাল ছবি
বৃহস্পতিবার থেকেই সবাই মেট্রোকেই বিকল্প হিসেবে বেছে নেবেন এমনটা নয়, জানাচ্ছেন অনেকেই। যাদের গন্তব্য অটোরুটে বেশি সুবিধাজনক তারা ছাড়াও অনেকেই পাতাল প্রবেশের ঝঞ্ঝাট এড়াতেও তড়িঘড়ি অটোর পথ বাছবেন বলে জানাচ্ছেন। তবে শিয়ালদা উত্তর এবং দক্ষিণ শাখার যাত্রীরা, যারা ট্রেনে করেই কাজের শেষে বাড়ি ফেরার পরিকল্পনায় থাকেন, তাদের জন্য মেট্রো যাত্রা প্রথমদিকে স্বাচ্ছন্দপূর্ণ মনে হলে মেট্রোকেই প্রথম বিকল্প বাছবেন, জানাচ্ছেন তারা।
advertisement
সাহ্নিক ঘোষ
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Sealdah Metro Station: শিয়ালদহ মেট্রো চালু হলে কী হবে অটোর? পরিষেবা শুরুর আগেই আশঙ্কায় চালকরা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement