TRENDING:

East Medinipur News: বয়স ৯১ তাতে কী হয়েছে! এই বয়সেও গ্রামের মানুষদের পাশে গৌরি দেবী

Last Updated:

East Medinipur News: গ্রামের সাধারণ মানুষের চিকিৎসা সংক্রান্ত বিপদ-আপদে দেখা মেলে ৯১ বছরের এই বৃদ্ধার

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
তমলুক: গ্রামের সাধারণ মানুষের চিকিৎসা সংক্রান্ত বিপদ-আপদে দেখা মেলে ৯১ বছরের এই বৃদ্ধার। যত সামান্য পয়সার বিনিময়ে ৪৫ বছর ধরে তিনি গ্রামের মানুষকে দূরের শহরে ডাক্তার দেখাতে নিয়ে যাওয়া হোক, আবার হাসপাতালে ভর্তি করা হোক, সবেতেই তাঁর উপর অগাধ ভরসা করেন সাধারণ মানুষ।
advertisement

৯১ বছরের বৃদ্ধা গৌরী দেবী। তমলুকের চিকিৎসক মহলের তাঁর নাম হাওড়া জেলার মাসি। সরকারি বেসরকারি হাসপাতালে চিকিৎসকের পাশাপাশি বিভিন্ন ঔষধ দোকান এবং প্যাথলজি সেন্টারে ওই একটাই তার পরিচয়। আর এই পরিচয় শুধুমাত্র তাঁর কাজ দিয়ে। বাড়ি হাওড়া জেলার শ্যামপুর থানার অন্তর্গত রূপনারায়ণ নদের তীরবর্তী গ্রামে। ভৌগলিক অবস্থানগত কারণে এই এলাকার আশেপাশের ১০-১২ টি গ্রামের সাধারণ মানুষ চিকিৎসার জন্য নদ পেরিয়ে তমলুক শহরে আসেন। আর চিকিৎসা করাতে এলেই তারাই খোঁজ করে এই মাসিকে। কারণ চিকিৎসা সংক্রান্ত বিপদে আপদে তাঁদের ভরসা মাসির ওপরেই।

advertisement

গৌরী দেবী নিজে জানান, হাওড়া জেলার রূপনারায়ণ নদের তীরবর্তী মানুষের চিকিৎসা সংক্রান্ত পাশে আছেন দীর্ঘ ৪৫ বছর। প্রতিদিন রূপনারায়ন নদী পেরিয়ে তমলুক শহরে আসেন তিনি। ডাক্তার দেখান হোক বা হাসপাতালে ভর্তি করানো সবেতেই ভরসা করেন গ্রামের মানুষেরা। সামান্য পয়সার বিনিময়ে এই কাজ দীর্ঘ ৪৫ বছর ধরে তিনি করে আসছেন।

advertisement

ঝড় জল বৃষ্টি মাথায় নিয়ে এই প্রতিদিন নৌকোতে করে রূপনারায়ণ নদ পেরিয়ে তমলুক শহরে আসেন। তিনি প্রথম তমলুক শহরে আসেন স্বামীর চিকিৎসার জন্য। তারপর থেকেই ডাক্তারি মহলে পরিচয় গড়ে তোলেন। সেই থেকে শুরু, বর্তমানেও প্রতিদিন রূপনারায়ণ নদ নৌকা করে পার হয়ে রোগী নিয়ে তমলুক শহরে আসেন।

আরও পড়ুন, প্রয়াত ধূপগুড়ির বিজেপি বিধায়ক, ট্যুইটে শোকপ্রকাশ শুভেন্দুর

advertisement

আরও পড়ুন, অর্পিতা… টাকা… গটআপ…! আদালত থেকে বেরিয়েই এ কী বললেন! বিস্ফোরক পার্থ

গৌরী দেবী আরও জানান, বর্তমানে তাঁর ছেলে বৌমা, নাতি-নাত বউ নিয়ে ভরা সংসার। বয়সের কারণে পরিবারের লোকজন এই কাজ থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে। কিন্তু তিনি এই সামান্য পয়সা নয় এই কাজকে সাধারণ মানুষকে পরিষেবা দেওয়া মনে করেন। তাই প্রায় ১০০ বছরের দোরগোড়ায় এসেও বিশ্রাম নেওয়ার কথা ভাবেন না। তিনি বলেন, জীবনের শেষ দিন পর্যন্ত মানুষের সঙ্গে থাকতে চাই। দীর্ঘ ৪৫ বছর ধরে এই মানুষের সঙ্গে থাকাটা অভ্যাস হয়ে গিয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Saikat Shee

বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
East Medinipur News: বয়স ৯১ তাতে কী হয়েছে! এই বয়সেও গ্রামের মানুষদের পাশে গৌরি দেবী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল