পশ্চিমবঙ্গের জনপ্রিয় লটারি কেটে অনেকেই নিজের ভাগ্য পরিবর্তন করেছেন। কলকারখানা শ্রমিক থেকে প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং বাড়ির গৃহবধূরাও লটারি কেটে নিজের ভাগ্য পরিবর্তন করেছেন। বর্তমানে এই জনপ্রিয় লটারি কাটায় মেতে উঠেছে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ থেকে রাজনৈতিক নেতা কর্মীরা। কথায় আছে ভাগ্য সহায় যদি হয়, সব কিছুই সম্ভব।
আরও পড়ুন: সারদা কাণ্ড নিয়ে বড় দাবি শুভেন্দু অধিকারীর! তুললেন শুক্রবার গভীর রাতের কথা
advertisement
ভাগ্য দেবীর বাদান্যতায় দিনমজুর বর্তমানে কোটিপতি ব্যক্তি। সেই ভাগ্য দেবীর বাদান্যতায় জীবনে প্রথমবার লটারি কেটে রাতারাতি বড়লোক হলেন মহিষাদলের কৃষ্ণপ্রসাদ ঘোড়াই। প্রতিদিনকার মতো সকালে সাইকেল নিয়ে বেরিয়ে ছিল কাজের উদ্দেশ্যে। কাজে যাওয়ার পথে নিজের ভাগ্যকে পরীক্ষা করে দেখার ইচ্ছে হয়েছিল তাঁর। লটারি টিকিট ইতস্তত থাকলেও পরবর্তীকালে সেই লটারির টিকিটের উঠল এক কোটি টাকা।
আরও পড়ুন: অভিযান চালাল পুলিশ, বাগডোগরা থেকে যা উদ্ধার হল, চক্ষু চড়কগাছ সকলের
এক কোটি টাকার পুরস্কার বিজেতা কৃষ্ণপ্রসাদ ঘোড়াই জানিয়েছেন, 'প্রতিদিন সকালে সাইকেল নিয়ে কাজে যাই। কাজে যাওয়ার পথেই বেশ কয়েকটি লটারি টিকিট বিক্রির কেন্দ্র আছে। কোনও দিন ইচ্ছা হয়নি লটারির টিকিট কাটি এমনটা নয়, লটারির টিকিট কাটার ইচ্ছে থাকলেও কাটা হয়ে ওঠেনি এদিন কাজে যাওয়ার পরে এক প্রকার মনস্থির করে দেড় শ টাকার টিকিট কাটি। আর সেই দেড় শ টাকার টিকিটে দুপুরে জানতে পারি এক কোটি টাকা পুরস্কার লেগেছে। ভাবতেই পারিনি প্রথমবার টিকিট কেটে এক কোটি টাকা জিতব। পুরস্কার জেতার পর নিরাপত্তার কথা ভেবে মহিষাদল থানায় এসেছি। পুলিশ সহায়তা করবে বলে জানিয়েছেন।'
Saikat Shee