নবরূপের পুজোর বয়স ১৩। বাহারি থিম, দৃষ্টিনন্দন মন্ডপসজ্জা, নয়নকাড়া আলোকসজ্জা সব মিলিয়ে প্রতিবছর দর্শনার্থীদের নজরকাড়ে এই পূজা মণ্ডপ। এবারও দুর্গা পুজোয় প্লাস্টিক মুক্ত সমাজের ভাবনা নিয়ে আসছে এই ক্লাব।
আরও পড়ুন: কোন্নগরের কালীমাতা আনন্দ আশ্রমে ১০০ বছর ধরে অষ্টাদশভুজা রূপে পূজিতা দেবী
বর্তমানে সময়ে প্লাস্টিক দূষণ গোটা বিশ্বজুড়ে ভয়াবহ আকার ধারণ করেছে। প্লাস্টিক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে সমাজের সব শ্রেণীর মানুষকে এগিয়ে আসতে হবে। আর এই বার তাই দুর্গা পুজোর মাধ্যমে জনসাধারণের মাঝে পৌঁছে দিতে এই বার্তাই পৌঁছে দিতে চায় এই এগরা নবরুপ ক্লাব।
advertisement
আরও পড়ুন: বকখালিতে ধরা পড়ল ২ কিলো ওজনের বিশালকার কাঁকড়া! দাম শুনলে অবাক হবেন
মণ্ডপ প্লাস্টিকের পাইপ আর প্লাস্টিক চামচ দিয়ে গড়ে তোলা হচ্ছে। তুলে ধরা হচ্ছে প্লাস্টিক দূষণের ক্ষতিকারক দিক। বাঁশ কাঠ কাপড়ের ওপর প্লাস্টিক পাইপ ও প্লাস্টিক চামচ প্রভৃতি সামগ্রী দিয়ে নানা রকম মডেল ও ৬০ ফুটের মণ্ডপ তৈরি হচ্ছে। এই মন্ডপের মাধ্যমেই সকলকে প্লাস্টিক দূষণ সম্পর্কে সচেতন করার লক্ষ্য নেওয়া হয়েছে।
দুর্গা পুজোয় থিম ও মণ্ডপের পাশাপাশি নজর কাড়া সাবেকি প্রতিমা আর চোখ ধাঁধানো আলো, সবমিলিয়ে জেলার অন্যতম সেরাপুজোর তালিকায় এগরার নবরূপ ক্লাবের দুর্গাপুজো জমজমাট। এর আগে সবুজ শাকসবজির গাছ দিয়ে নজর কাড়া পুজোমণ্ডপ তৈরি করে সাড়া ফেলে দিয়েছিল এই দুর্গাপুজো। এরপর থেকেই প্রতিবছর দর্শনার্থীদের মন ছোঁয়া থিমে চমক দেয় এই ক্লাব।
ক্লাব কর্তৃপক্ষের পক্ষ থেকে জানা যায় এবারের পুজোয় তাঁদের বাজেট প্রায় কুড়ি লক্ষ টাকা। এবারও মহালয়ার পর থেকে পুজো উপলক্ষে নানা কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। থাকবে বস্ত্রদান কর্মসূচি। নানান বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা সভা। ডেঙ্গু প্রতিরোধে মশারি বিতরণ। দুস্থ ছাত্রছাত্রীদের শিক্ষা সামগ্রী বিতরণ।
এছাড়া সাংস্কৃতিক ও বিচিত্রা অনুষ্ঠান রয়েছেই । শুধু পুজো নয় নানান সামাজিক কর্মসূচির আয়োজন করে মানব কল্যাণের মহানব্রত পালন করে এগরার এই ক্লাব। এবছরও তাদের পুজো জেলার সেরা দুর্গা পুজোগুলির মধ্যে স্থান করে নেবে বলে আশাবাদী ক্লাব কর্তৃপক্ষ।
Saikat Shee