Durga Puja 2023: কোন্নগরের কালীমাতা আনন্দ আশ্রমে ১০০ বছর ধরে অষ্টাদশভুজা রূপে পূজিতা দেবী
- Published by:Sayani Rana
- hyperlocal
- Reported by:RAHI HALDAR
Last Updated:
হুগলির কোন্নগরের কালীমাতা আনন্দ আশ্রমের অষ্টাদশ ভুজার দেবী দুর্গার মূর্তি পূজিত হয়। হুগলির একমাত্র এই জায়গাতেই দেবী অষ্টাদশ ভুজা রূপের পূজা হয়।
হুগলি: হুগলির কোন্নগরের কালীমাতা আনন্দ আশ্রমের অষ্টাদশ ভুজার দেবী দুর্গার মূর্তি পূজিত হয়। হুগলির একমাত্র এই জায়গাতেই দেবী অষ্টাদশ ভুজা রূপের পূজা হয়। আজ থেকে প্রায় ১০০ বছর আগে শুরু হয়েছিল এই পুজোর প্রচলন। এখনও সেই পুরাতন রীতি মেনেই চলে আসছে কালীমাতা আশ্রমের অষ্টাদশ ভূজার পুজো।
কথিত ইতিহাস অনুযায়ী, আগে সাধুর ঘাট এলাকায় ছিল একটি শ্মশান। সেখানেই থাকতেন এক সাধক সূর্য নারায়ন সরস্বতী। তিনি নিজেই তৈরি করেছিলেন এই কালীমাতা আনন্দ আশ্রম। পরবর্তীতে তিনি প্রথম শুরু করেন দেবী অষ্টাদশ ভুজার আরাধনা। এখানে দেবীর আরাধনা হয় তন্ত্র মতে। মহালয়ার পর থেকেই শুরু হয় মাতৃ বন্দনা।
advertisement
advertisement
এই অষ্টাদশ ভুজা দেবীর মুখ মন্ডলী হয় শ্বেতবর্ণের, হাত হয় নীল বর্ণের চরণ যুগল রক্ত বর্ণের। পুজোর চারটের দিন মহা সমারোহে হয় দেবীর আরাধনা।
রাহী হালদার
Location :
Kolkata,West Bengal
First Published :
September 30, 2023 4:59 PM IST