কিন্তু তা আবার বিকল হওয়ায় পানীয় জল নিয়ে সমস্যায় পড়েছে ১৪ নম্বর ওয়ার্ডবাসীরা। শীত মুরশুমে শেষ কয়েকদিন পানীয় জল আনতে ওয়ার্ডের বাসিন্দাদের দূরে যেতে হচ্ছে। ওই ওয়ার্ডের বাসিন্দারা পানীয় জল সমস্যা নিয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও পৌরসভা কর্তৃপক্ষকে জানিয়েছে। পৌরসভা থেকে বিকল্প ব্যবস্থা অর্থাৎ পানীয় জলের ট্যাঙ্ক ওই এলাকায় পাঠানো হয়েছে।
advertisement
আরও পড়ুনঃ নিখোঁজ ভাইয়ের নিথর দেহের খোঁজ পেল দাদা
কিন্তু ট্যাংক থেকেও পরিমাণমতো পানীয় জল মিলছে না বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। স্থানীয় বাসিন্দাদের দাবি দ্রুতই ওই এলাকার পাম্পটি মেরামত করা হোক। তাহলেই মিটবে এলাকার পানীয় জলের সমস্যা। তাদের অভিযোগ পাঁশকুড়া পুরসভা কর্তৃপক্ষ এ বিষয়ে উদাসীন। পানীয় জলের শাব মার্সিবল পাম্প বিকল থাকার কারণে পানীয় জল আনতে প্রতিদিন সাধারণ মানুষকে পায়ে হেঁটে কিছু দূর যেতে হচ্ছে। ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের আরও দাবি, পৌর নাগরিক হিসেবে প্রাথমিক পরিষবা পানীয় জল সেটাই মিলছে না।
আরও পড়ুনঃ ফুল ফুটলেই খুশির জোয়ার ওঠে পাঁশকুড়ার ফুল চাষীর পরিবারে!
১৪ নং ওয়ার্ডে জলের ট্যাঙ্ক থাকলেও যান্ত্রিক ত্রুটির জন্য জল সরবরাহ বন্ধ রয়েছে। এ বিষয়ে পৌরসভার চেয়ারপার্সন নন্দ কুমার মিশ্র জানিয়েছেন, 'আমি আবেদনপত্র পেয়েছি, সরকারি কাজ তাই দেরি হচ্ছে। যত দ্রুত সম্ভব এই সমস্যার সমাধান করা হবে। বিকল্প ব্যবস্থা হিসাবে পানীয় জলের ট্যাঙ্ক পাঠান হয়েছে।'
Saikat Shee