পাঁশকুড়া - দিঘা মেমু স্পেশাল চালু হচ্ছে বড়দিনের আগেই। দিঘাপ্রেমীদের জন্য ফের সুখবর, দীর্ঘদিন বন্ধ থাকার পরে অবশেষে চালু হতে চলেছে পাঁশকুড়া দীঘা মেমু স্পেশাল,দক্ষিণ পূর্ব রেলের খড়্গপুর ডিভিশন সূত্রে খবর,আগামী ২১ ডিসেম্বর থেকে পাঁশকুড়া, ও ২২ ডিসেম্বর দিঘা থেকে চালু হবে এই স্পেশাল মেমু ট্রেন, সোমবার বাদে পাঁশকুড়া থেকে মেমু স্পেশাল প্রতিদিন সন্ধ্যা ৬ টা ২০ মিনিটে ছাড়বে, দিঘায় পৌঁছাবে রাত ৮ টা ৫০ মিনিটে। ফিরতে রুটে এই মেমু স্পেশাল ট্রেন দিঘা থেকে মঙ্গলবার বাদে প্রতিদিন সকাল ৬ টা ২০ মিনিটে ছাড়বে, পাঁশকুড়া পৌঁছাবে সকাল ৯ টা বেজে ১০ মিনিটে।
advertisement
আরও পড়ুন - ARG vs BRA: ১৯৯০-র পর বিশ্বকাপে কখনই হয়নি! আজ রাতই ঠিক করে দেবে ব্রাজিল বনাম আর্জেন্টিনার ভাগ্য
স্বাভাবিকভাবেই খুশির হাওয়া দিঘা যাত্রীদের। পাঁশকুড়া থেকে দিঘা এই মেমু স্পেশাল ট্রেনটি শুধুমাত্র পূর্ব মেদিনীপুর জেলাবাসীর জন্য সুখবর নয়, পশ্চিম মেদিনীপুর হাওড়া তথা বিভিন্ন জেলার দিঘা প্রেমী পর্যটকদের জন্য সুখবর। কারণ সারাদিনের কাজের শেষে এই ট্রেনে করে রাত্রি ৯ টার মধ্যেই দিঘা পৌঁছে যাওয়া যাবে।
আরও পড়ুন - ব্যাভিচারের নানা সাজা নানা দেশে, তবে চিনে স্ত্রী নিজের হাতে ব্যভিচারী স্বামীকে হত্যা করতেও পারে
পাঁশকুড়া থেকে এই ট্রেনটির ভাড়া মাত্র ৩০ টাকা। যারা সস্তায় দিঘা যেতে চায় তাদের জন্য ট্রেনটি খুবই উপযোগী। কারণ হাওড়া বা মেদিনীপুর থেকে মাত্র ৪৫ টাকায় দিঘা পৌঁছে যাওয়া যাবে। হাওড়া বা মেদিনীপুর থেকে লোকাল ট্রেনে করে পাঁশকুড়া জংশনে পৌঁছাতে খরচ পড়ে মাত্র ১৫ টাকা। আর সেখান থেকেই এই ট্রেনে করে ৩০ টাকায় দিঘা পৌঁছে যাওয়া যাবে।
Saikat Shee