তাই হলদিয়া হুগলি নদীতে ডলফিন ও ইলিশ মাছের অভিনব সংরক্ষণের সচেতনতা বার্তা দিল নন্দীগ্রাম -১ মৎস্য দফতর। নন্দীগ্রাম-১ ব্লকের কেন্দেমারী, কাঁটাখালি, গাংরাচর প্রভৃতি এলাকায় মৎস্যজীবী গ্রামেও সচেতনতার সভা করা হয়। নন্দীগ্রাম-১ ব্লকের মৎস্য আধিকারিক সুমন কুমার সাহু সহ কেন্দ্রীয় অন্তর্দেশীয় মৎস্য গবেষনা কেন্দ্রের ডাইরেক্টর বসন্ত কুমার দাস, প্রধান মৎস্য বিজ্ঞানী অর্চন কান্তি দাস সহ গবেষক ও মৎস্যজীবীরা সম্মিলিতভাবে এই প্রচার অভিযান চালালেন।
advertisement
আরও পড়ুনঃ আবার জাতীয় সড়কে ট্রাক দুর্ঘটনায় একজনের মৃত্যু
ইলিশ মাছ সংরক্ষণের মাধ্যমেই মৎস্যজীবীদের আয়ের পথ প্রশস্ত করাই লক্ষ্য বলে জানা যায় মৎস্য দফতর সূত্রে। নন্দীগ্রাম-১ ব্লকের মৎস্য আধিকারিক সুমন কুমার সাহু বলেন, 'জেলেদের ইলিশ মাছ ও শুশক প্রজাতিকে বাঁচিয়ে রাখতে সচেতন ভাবে নদী ও খালে সাবধানতা ভাবে মাছ ধরার আহবান জানানো হয় এ অনুষ্ঠানে। তার সঙ্গে ইলিশ সংরক্ষনের সরকারি বার্তা ছড়িয়ে দেওয়া হয়।
আরও পড়ুনঃ আইসিডিএস কেন্দ্রে নিম্নমানের খাদ্য সামগ্রী! এলাকাবাসীর বিক্ষোভ
মৎস্যজীবীদের উদ্দেশ্যে জানানো হয় ছোট ইলিশ মাছ শিকার করা যাবে না। আবার মাছ শিকারের সময় জালে ডলফিন বা শুশুক ধরা পড়লে তা তৎক্ষণাৎ নদীতে ছেড়ে দেওয়ার কথা জানানো হয়।' মূলত ইলিশ মাছের সংরক্ষণের মাধ্যমেই মৎস্যজীবীদের আয়ের পথ প্রশস্ত করতে উদ্যোগী নন্দীগ্রাম এক নম্বর ব্লকের মৎস্য বিভাগ।
Saikat Shee