আরও পড়ুন: প্রতিশ্রুতিই সার, কার্পেট হাব না হওয়ায় ভোটের আগে ক্ষুব্ধ মালদহবাসী
পূর্ব মেদিনীপুরের অনন্যার এই সাফল্যে খুশি সুইমিং ক্লাবের সদস্য থেকে মহিষাদলবাসী সকলে। মহিষাদল গয়েশ্বরী উচ্চবালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী অনন্যা। তার এবার লক্ষ্য জাতীয় স্তরে সাফল্য পাওয়া৷ কলকাতার লেক টাউন সুইমিং পুলে বেঙ্গল স্টেট সিনিয়র সুইমিং চ্যাম্পিয়নশিপ ২০২৩ আয়োজিত হয়। সেখানে সিনিয়র মহিলা বিভাগের সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পাঁচটা পদক জেতে সে।
advertisement
১১ বছর বয়স থেকে মহিষাদল সুইমিং ক্লাবে প্রশিক্ষণ নেয় অনন্যা জানা৷ ইতিমধ্যেই ব্লক ও জেলাস্তরেও একাধিক পুরস্কার পেয়েছে। এবার রাজ্যস্তরের প্রতিযোগিতায় বড় সাফল্য পেল। মহিষাদল সুইমিং ক্লাবের সাধারণ সম্পাদক তথা বেঙ্গল অ্যামেচার সুইমিং অ্যাসোসিয়েশনের সহ সম্পাদক কঙ্কন প্রানিগ্রাহী বলেন, ‘আমাদের ক্লাবের সাঁতারু অনন্যা পাঁচ’টি বিভাগে সফল হয়ে নজির গড়েছে। ও মহিষাদলের গর্ব।
ছাত্রীর সাফল্যের খবর পেয়ে মহিষাদল গয়েশ্বরী উচ্চবালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পারমিতা গিরি বলেন, ও ছোট থেকেই সুইমিংয়ে পারদর্শী৷ এই সাফল্যে আমরা ভীষণ খুশি৷ আগামী দিনে এগিয়ে যাওয়ার জন্য ওর যত রকম সহযোগিতা দরকার আমরা করব৷ এবছর অনন্যা মাধ্যমিক পরীক্ষার দেবে। তার সুবিধের জন্য সবরকম সহযোগিতা করা হবে।
সৈকত শী






