TRENDING:

East Medinipur News: সাতদিনে এত বড় বদল! ‘পরাজিত’ তৃণমূল জিতল, হেরে গেলেন 'জয়ী' নির্দল প্রার্থী

Last Updated:

পঞ্চায়েত ভোটেও গণনা বিভ্রাট নন্দীগ্রামে। ভোট গণনার ৭ দিন পর তৃণমূলের পরাজিত প্রার্থী পেলেন বিজয়ের সার্টিফিকেট। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নন্দীগ্রাম: আবারও ভোট গণনার বিভ্রাট, শিরোনামে সেই নন্দীগ্রাম। বিধানসভা ভোটের গণনা বিভ্রাট রাজ্য তথা দেশজুড়ে বহুল চর্চিত হয়েছে। এবার পঞ্চায়েত ভোটেও গণনা বিভ্রাট নন্দীগ্রামে। ভোট গণনার ৭ দিন পর তৃণমূলের পরাজিত প্রার্থী পেলেন বিজয়ের সার্টিফিকেট। আর এই ঘটনায় আবারও বিতর্ক শুরু হয়েছে রাজ্য রাজনীতির এপি সেন্টার নন্দীগ্রামে। শুধু নন্দীগ্রাম নয় রাজ্যজুড়ে পঞ্চায়েত নির্বাচনের গণনার পরেও বিভিন্ন জায়গায় বিভিন্ন বিতর্ক সৃষ্টি হয়েছে।
advertisement

নির্বাচনের ফলাফলে পূর্ব মেদিনীপুর জেলার জেলা পরিষদের গঠন করবে তৃণমূল এবং পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েতে সরকার পক্ষে শাসকদলের কাছ থেকে বিরোধী দল বিজেপি অনেকগুলি আসন ছিনিয়ে নিয়েছেন। বিশেষ করে নন্দীগ্রামে বিজেপি তাদের প্রভাব বিস্তার করতে পেরেছে গ্রাম পঞ্চায়েতগুলিতে। নন্দীগ্রাম ১ ব্লকের একটি গ্রাম সভা আসনে নির্দল ও শাসক দলের প্রার্থীর জয় নিয়ে শুরু হয়েছে বিতর্ক। তৃণমূল কংগ্রেসের পরাজিত প্রার্থী গণনার এক সপ্তাহ পর পেলেন জয়ের স্বীকৃতি।

advertisement

নন্দীগ্রাম ১ ব্লকের কেন্দেমারী জালপাই গ্রাম পঞ্চায়েতের শ্যামসুন্দরী চক বুথে তৃণমূল প্রার্থী তাপসী দোলাই জয়ী হওয়ার সার্টিফিকেট পেলেন প্রায় এক সপ্তাহ বাদে। ওই আসনে এর আগে জয়ী ঘোষণা করা হয়েছিল নির্দল প্রার্থীকে। বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী রিতা বল্লভকে জয়ী সার্টিফিকেট দেওয়া হয়েছিল। কিন্তু নির্বাচনে কমিশনের ওয়েবসাইটে তৃণমূল কংগ্রেস প্রার্থী তাপসী দোলাইকে জয়লাভের দেখাচ্ছিল। তৃণমূল কংগ্রেস নির্বাচিত তাপসী দোলাইকে এক সপ্তাহ পর সার্টিফিকেট দেয় প্রশাসন।

advertisement

View More

আরও পড়ুন: ২১ জুলাই বড় কোনও চমক দেবেন অনুব্রত? তিহাড়ে গুঞ্জন, কেষ্টর কামব্যাক কবে!

প্রশাসন সূত্রে জানা যায় নন্দীগ্রাম ১ ব্লক প্রশাসন পূর্বের জয়ী নির্দল প্রার্থী রিতা বল্লভকে চিঠি পাঠিয়েছেন। পূর্বের জয়ী নির্দল প্রার্থীর কাছ থেকে সার্টিফিকেট ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, যা নজিরবিহীন ঘটনা বলে রাজনৈতিক বিশেষজ্ঞদের ব্যাখ্যা।

advertisement

প্রসঙ্গত গ্রাম পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত বিষয় হাইকোর্ট পর্যন্ত গড়িয়েছে জয়ী হলেও ঘোষণা করা যাবে না জানিয়েছেন হাইকোর্ট। শুনানির কাজ এদিন থেকে শুরু হবে। কিন্তু জয়ী প্রার্থীকে পরাজিত করা পরাজিত প্রার্থীকে সার্টিফিকেট দেওয়া পরে জয়ী প্রার্থীকে আবার সার্টিফিকেট দেওয়া এই ধরনের ঘটনা পশ্চিমবঙ্গের নির্বাচন বিষয়ে নন্দীগ্রাম পুনরায় ইতিহাস হয়ে রইল।

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর মণ্ডপে মহামায়ার লীলা! আধ্যাত্মিক থিমে নজর কাড়ছে রেল শহরের পুজো
আরও দেখুন

Saikat Shee

advertisement

বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
East Medinipur News: সাতদিনে এত বড় বদল! ‘পরাজিত’ তৃণমূল জিতল, হেরে গেলেন 'জয়ী' নির্দল প্রার্থী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল