TRENDING:

East Medinipur News: পুজোর মুখে রদবদল জেলার ব্লক প্রশাসনে

Last Updated:

পূজার মুখে প্রশাসনিক আধিকারিকদের রদবদল। জেলার ২০ ব্লকে দায়িত্ব নেবেন নতুন বিডিওরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
তমলুক: প্রায় একমাস আগেই পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক ও পুলিশ সুপার বদল হয়েছে। এবার পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে বিভিন্ন ব্লকে পরিবর্তন হল ব্লক প্রশাসনিক আধিকারিক। পুজোর মুখে রাজ্য সরকারের নির্দেশিকা প্রকাশ হয়েছে রাজ্য জুড়ে জেলায় জেলায় ব্লক প্রশাসনিক ও অন্যান্য প্রশাসনিক আধিকারিক এর বদলির নির্দেশ। নির্দেশিকায় কাঁথি থেকে তমলুক, হলদিয়া থেকে এগরা প্রতিটি মহকুমাতেই বিভিন্ন ব্লকে বিডিওদের পরিবর্তন বা বদলের নির্দেশ এসেছে। পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন সূত্রে খবর ব্লকে ব্লকে আধিকারিকদের বদল রুটিন মাফিক।
পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনিক কার্যালয় 
পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনিক কার্যালয় 
advertisement

পূর্ব মেদিনীপুর জেলার তমলুক মহাকুমার সাতটি ব্লকের মধ্যে পাঁচটি ব্লকেই পরিবর্তন করা হয়েছে বিডিওদের। তমলুকের বিডিও ছিলেন সৌমেন মণ্ডল। তার জায়গায় তমলুক ব্লকের দায়িত্ব নেবেন সেক ওয়াসিম রেজা। তিনি পশ্চিম মেদিনীপুরের গড়বেতা ব্লকের দায়িত্বে ছিলেন। নন্দকুমারের ব্লক প্রশাসনিক আধিকারিক শানু বক্সি পুরুলিয়ার রঘুনাথপুর মহকুমার ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর হিসাবে দায়িত্ব নেবেন। নতুন নির্দেশিকায় ওই ব্লকের আধিকারিক হিসেবে দীনেশ দে জায়গা নেবেন। এছাড়াও তমলুক মহাকুমার শহীদ মাতঙ্গিনী চণ্ডিপুর এবং পাঁশকুড়ার ব্লক প্রশাসনিক আধিকারিকদের বদলির নির্দেশ এসেছে।

advertisement

আরও পড়ুন: নেতা-মন্ত্রী বা ফিল্ম স্টার নয়, পুজোর উদ্বোধন ঢাকিদের হাতেই

হলদিয়া মহকুমার নন্দীগ্রাম এক ও দুই বিডিওদের পাশাপাশি হলদিয়া, সুতাহাটা ও মহিষাদলের আধিকারিকদের বদলির নির্দেশ এসেছে। প্রসঙ্গত নন্দীগ্রাম এক ও দুই ব্লক বিরোধী দলনেতার গড় হিসাবে খ্যাত। এবার পঞ্চায়েত নির্বাচনে ওই দুটি ব্লকে শাসকদলের বিরোধী জনমত প্রতিষ্ঠা পেয়েছে। দুটি পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচিত হয়েছে বিরোধী দল থেকে। ফলে নন্দীগ্রামের দুইটি ব্লকে আধিকারিকদের বদলি রাজনৈতিক মহলে গুঞ্জন সৃষ্টি হয়েছে। এছাড়াও হলদিয়া মহকুমায় মহিষাদল সুতাহাটা এবং হলদিয়া ডেভেলপমেন্ট ব্লকে আধিকারিক বদল হয়েছে।

advertisement

আরও পড়ুন: মহিষাদলের প্রাচীন এই পুজো সাক্ষী বহমান ইতিহাসের! জানলে অবাক হবেন আপনিও

তমলুকের মতোই কাঁথি মহাকুমার সাত ব্লক এর মধ্যে পাঁচটি ব্লকেই বিডিওদের পরিবর্তন করা হয়েছে। ওই পাঁচটি ব্লক হল, খেজুরি এক ও দুই, কাঁথি এক, দেশপ্রাণ এবং কাঁথি তিন। অন্যদিকে এগরা মহাকুমারও পাঁচটি ব্লকে আধিকারিকদের পরিবর্তন করা হয়েছে। ভগবানপুর এক ও দুই, এগরা এক ও দুই এবং পটাশপুর দুই ব্লকের ব্লক প্রশাসনিক আধিকারিকদের বদলির নির্দেশ এসেছে। প্রসঙ্গত সম্প্রতি পঞ্চায়েত নির্বাচনে অন্যান্য জেলার থেকে পূর্ব মেদিনীপুর জেলায় রাজ্যের প্রধান বিরোধীদলের আধিপত্য দেখা গিয়েছে জেলার বিভিন্ন ব্লকে ব্লকে। সামনে লোকসভা ভোটের আগে জেলা জুড়ে প্রশাসনিক আধিকারিকদের বদলি নিয়ে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দেখতে সাধারণ, স্বাদে লাজবাব, বাজারেও ব্যাপক চাহিদা! এবার পুকুরেই চাষ হবে 'এই' মাছ
আরও দেখুন

সৈকত শী

বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
East Medinipur News: পুজোর মুখে রদবদল জেলার ব্লক প্রশাসনে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল