হলদিয়ায় রাস্তার পাশে যত্রতত্র ট্রাক পার্কিং এবং শহরের মূল রাস্তা অন্ধকার থাকায় রাতের দিকে পথ দুর্ঘটনা বাড়ছে বলে অভিযোগ বাসিন্দাদের। হলদিয়ার এইচপিএল লিঙ্ক রোড, রানিচক থেকে ব্রজলালচক পর্যন্ত জাতীয় সড়ক, এক্সাইড রোড ও ভিআইপি রোডে বেআইনী পার্কিংয়ের জন্য দিনে রাতে শ্রমিক কর্মচারীদের কারখানা যাতায়াত বিপজ্জনক হয়ে উঠেছে। অভিযোগ, ট্রাক বা ট্যাঙ্কারের ড্রাইভাররা বিভিন্ন অজুহাতে সরকারি পার্কিং বা কারখানার পার্কিংয়ে গাড়ি রাখতে চায় না। পার্কিংয়ে গাড়ি রাখলে চালান নেওয়ার সমস্যা হয় বলে ট্রান্সপোর্টারদের দাবি। ফলে শিল্প শহরে যানজটের সমস্যা বাড়ছে। বাড়ছে দুর্ঘটনার সংখ্যা।
advertisement
আরও পড়ুন: ১১ টাকার মাস্টার! শিক্ষার আলো আসছে জীবনে
শিল্পা শহরের যানজটের সমস্যা এড়াতে সরকারি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। শুধু যানজটের সমস্যা নয় যান নিয়ন্ত্রণের মাধ্যমে দুর্ঘটনায় এড়ানোরও পদক্ষেপ নেওয়া হয়েছে। এ বিষয়ে জেলাশাসক বলেন, সিটি সেন্টারের একটি ট্রাক পার্কিং ফেসিলিটি রয়েছে। এটি পরিবহণ দফতর পরিচালনা করে। ওই জায়গায় যাতে ট্রাক পার্কিং করে ড্রাইভাররা সেইজন্য ট্রান্সপোর্টারদের বলা হয়েছে। চালান নেওয়ার ক্ষেত্রে যে সমস্যা হয় তা মেটানোর চেষ্টা হচ্ছে। বিভিন্ন দফতর, ট্রান্সপোর্টার, পুলিসের মধ্যে এক জানালা পদ্ধতিতে এদিন আলোচনা হয়েছে। একসঙ্গে হলদিয়ার যান নিয়ন্ত্রণে আনার চেষ্টা হচ্ছে।
আরও পড়ুন: প্রতিবেশির জমির মাটি ছাড়া তৈরি হয় না মূর্তি, ৫০০ বছরের কালীপুজোর আজব নিয়ম!
প্রসঙ্গত পূর্ব মেদিনীপুর জেলায় পথ দুর্ঘটনায় মৃত্যুর হার অনেকটাই বেশি। প্রশাসনের এই পদক্ষেপ গ্রহণে সাধারণ মানুষ আশা করছে এবার যানজটের পাশাপাশি পথ দুর্ঘটনাতেও রাশ টানা সম্ভব হবে।
সৈকত শী