Kali Puja 2023: প্রতিবেশির জমির মাটি ছাড়া তৈরি হয় না মূর্তি, ৫০০ বছরের কালীপুজোর আজব নিয়ম!
- Published by:Sovan Goswami
- hyperlocal
- Reported by:SAIKAT SHEE
Last Updated:
দেবী মূর্তি গড়া থেকে পুজোর দিন পর্যন্ত পরিবারের আমিষ খাবার বন্ধ থাকে। পূর্বপুরুষের সময় থেকে এই নিয়ম বর্তমান প্রজন্মের হাত ধরে লালিত হচ্ছে।
পাঁশকুড়া: সামনেই কালীপুজো, পারিবারিক পুজোর পাশাপাশি বিভিন্ন পুজো কমিটির প্রস্তুতি তুঙ্গে। পাঁশকুড়ার একটি পরিবারের প্রায় ৫০০ বছর পুরানো পারিবারিক কালীপুজো ঘিরে রয়েছে আজব নিয়ম। কোনও এক পরিবারের জমির মাটি ছাড়া দেবী মূর্তি গড়া হয় না। বছরের পর বছর এই একই নিয়মেই দেবী মূর্তি গড়ে পুজো হয়ে আসছে প্রজন্মের পর প্রজন্মের হাত ধরে। পাঁশকুড়ার বটব্যাল পরিবারের প্রাচীন কালীপুজো ঘিরে এই আজব নিয়ম রয়েছে।
পূর্ব মেদিনীপুর জেলাকে কালীক্ষেত্র বলা চলে। এই জেলায় প্রতিটি প্রান্তে কালী মায়ের আরাধনা হয়। জেলার সদর শহর তমলুকে অধিষ্ঠাত্রী দেবী বর্গভীমা। পুরাণে বর্ণিত ৫১ সতীপিঠের একপীঠ এবং জেলায় রয়েছে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসে স্থান পাওয়া প্রাচীন কপালকুণ্ডলা মন্দির। এছাড়াও জেলার প্রতিটি প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছে অজস্র প্রাচীণ কালী মন্দির। যেসব মন্দিরের ইতিহাস ও পুজো শুরু হওয়ার কাহিনী যেমন চমকপ্রদ তেমনই পুজোর রীতিনীতি। সেরকমই একটি কালী মন্দির হল পাঁশকুড়ার তালিট্যা গ্রামের বটব্যাল পরিবারের কালী মন্দির।
advertisement
advertisement
প্রায় ৫০০ বছরেরও ধরে হয়ে আসছে পাঁশকুড়ার এই তালিট্যা গ্রামের বটব্যাল পরিবারের কালীপুজো। এই পুজোর প্রধান রীতি হল প্রতিবছর দেবী মূর্তি গড়তে অন্য পরিবারের জমি থেকে তুলে আনা হয় মাটি। প্রতিবছর কোজাগরি পূর্ণিমার দিন সেই জমি থেকে মাটি তুলে শুরু হয় দেবী মূর্তি গড়ার কাজ। দেবী মূর্তি গড়া থেকে পুজোর দিন পর্যন্ত পরিবারের আমিষ খাবার বন্ধ থাকে। পূর্বপুরুষের সময় থেকে এই নিয়ম বর্তমান প্রজন্মের হাত ধরে লালিত হচ্ছে।
advertisement
পূর্বপুরুষের আমল থেকে একই নিয়মে পূজিত হয় দেবী কালী মা। এর পাশাপাশি এই পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে নানা কাহিনী। পরিবারে বর্তমান সদস্যদের কথায়, পুজোর দিন সন্ধ্যায় দেবী মূর্তি চক্ষুদান করা হয়। সারারাত পুজোর পরই ভোর হতে না হতেই দেবী মূর্তি বিসর্জন করা হয়। এই পরিবারের দেবী সূর্য দেখে না। পরিবারের এই প্রাচীণ কালী পুজো প্রতিবছর প্রাচীণ রীতিনীতি ও নিয়ম নিষ্ঠা মেনে হয়। বর্তমানে পরিবারের অষ্টম প্রজন্ম পুজোর দায়িত্ব রয়েছে। পরিবারের সবাই মিলে এই পুজোয় সামিল হয়।
advertisement
সৈকত শী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 08, 2023 3:34 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kali Puja 2023: প্রতিবেশির জমির মাটি ছাড়া তৈরি হয় না মূর্তি, ৫০০ বছরের কালীপুজোর আজব নিয়ম!
