আরও পড়ুন: আন্তর্জাতিক স্তরে দৌড়, হাঁটা প্রতিযোগিতায় জোড়া সোনা জিতলেন ৮০ বছরের অনিমা তালুকদার
পি ডব্লিউ ডি হাইওয়ে ডিভিশন সূত্রে জানা যায়, পি ডব্লিউ ডি এর জায়গার ওপর জনৈক ব্যক্তি বাড়িটি নির্মাণ করেছিল। কোর্টের নির্দেশ আসার পরই বাড়ির মালিককে বাড়ি ভেঙে ফেলার কথা বলা হয়েছিল। কিন্তু তিনি তা না মানায়, পি ডব্লিউ ডি হাইওয়ে ডিভিশন তমলুক মহকুমা শাসকের কাছে আবেদন জানায়। মহকুমা শাসক আবেদন মঞ্জুর করেন। তারপরই বিশাল পুলিশবাহিনী উপস্থিতিতে এদিন বাড়ি ভেঙে ফেলার কাজ শুরু করে পি ডব্লিউ ডি হাইওয়ে ডিভিশন।
advertisement
বাড়ির মালিক জানিয়েছেন, ছ বছর আগে তিনি আবাস যোজনা টাকায় বাড়িটি নির্মাণ করেছিলেন। বাড়িটি প্রশাসন থেকে ভেঙে ফেলার কারণে আশ্রয়হীন হয়ে পড়েছেন। যদিও প্রশাসন সূত্রে জানা যায়, ওই ব্যক্তি বাড়ি নির্মাণের সময়, আবাস যোজনার পাওয়ার জন্যই যে দাগ নম্বর দাখিল করেছিল সেই দাগে বাড়ি না করে পাশের দাগে বাড়ি বানিয়েছেন। বাড়িতে যে জায়গায় নির্মিত হয়েছিল তা পি ডব্লিউ ডি হাইওয়ে ডিভিশনের জায়গা। জায়গা সংক্রান্ত জটিলতার কারণে বাড়িটি ভেঙে ফেলা হয়েছে।
Saikat Shee