তারকেশ্বরে বাড়ি যুবক প্রশান্ত দুলে। মোটরসাইকেল দূর্ঘটনায় একটি পা হারিয়েছেন। অ্যাম্বুলেন্সে ভোর রাতেই পৌছে যান এই ক্যাম্পে।ঝাড়গ্রামের সেবায়তন থেকে বাস দূর্ঘটনায় কিশোর মহেশ টুডু, ট্রাক ও মোটর সাইকেল দূর্ঘটনায় দুই পা হারানো খড়্গপুরের যুবক প্রশান্ত মন্ডল, চন্দ্রকোনার বাসিন্দা বাস চালক বাস দূর্ঘটনায় ডান পা হারানো সমর দাসের মত বহু দূর দূর থেকে মানুষজন এই ক্যাম্পে কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপনের উদ্দেশ্যে হাজির হয়ে ছিলেন।
advertisement
আরও পড়ুনঃ পর্যাপ্ত বৃষ্টির অভাব! আমন ধানের বীজতলা তৈরি করতে বিপাকে চাষিরা
সুন্দরবনের কুমিরমারির মত দূর্গম এলাকা থেকে এসেছিলেন গ্রামের রাস্তার দূর্ঘটনায় বাঁ পা হারানো যুবতী কল্পনা মন্ডল। সুবর্ণজয়ন্তী বর্ষের পুজো কমিটির পক্ষে সম্পাদক শ্যামল আদক জানান, 'প্রতিদিন প্রতিনিয়ত একটু অসাবধানতায়, অসচেতনতায় পথদূর্ঘটনায় বহু মানুষ জখম হচ্ছেন মারা যাচ্ছেন। মূলত পথ নিরাপত্তায় সচেতনতনা গড়ে তুলতে আমাদের এই উদ্যোগ।
আরও পড়ুনঃ বেআইনিভাবে খালের মাটি কাটার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিল সেচ দফতর
সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়ে পথসভা, কুইজ, অঙ্কন, প্রদর্শনী ইত্যাদি কর্মসূচিও গ্রহন করা হয়েছে। এই কর্মসূচির মাধ্যমেই এবারে আমাদের পঞ্চাশতম বর্ষ শারদোৎসবের খুঁটি পুজো হল বলা যায়। আমরা এই ধরনের আরও বহু জনহিতকর কাজের পরিকল্পনা করেছি।সমগ্র সূচিতে সহযোগিতা করছেন কলকাতার একটি স্বেচ্ছাসেবী সংস্থার কর্ণধার বনোয়ারিলাল শর্মা।'
Saikat Shee