Purba Medinipur: বেআইনিভাবে খালের মাটি কাটার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিল সেচ দফতর

Last Updated:

সেচ দফতরের অধীনে থাকা খালের মাটি কেটে নিজস্ব জায়গা ভরাটের অভিযোগে দুই ব্যক্তির বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করল পূর্ব মেদিনীপুর জেলা সেচ দফতর।

#পূর্ব মেদিনীপুর : সেচ দফতরের অধীনে থাকা খালের মাটি কেটে নিজস্ব জায়গা ভরাটের অভিযোগে দুই ব্যক্তির বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করল পূর্ব মেদিনীপুর জেলা সেচ দফতর। অভিযোগ পেয়ে এলাকা পরিদর্শনের পর অভিযুক্ত দুই ব্যক্তির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন সেচ দফতরের আধিকারিকেরা। সেচ দফতরের সুপারিশ অনুযায়ী অভিযুক্তদের বিরুদ্ধে তমলুক ব্লক ভূমি সংস্কারক আধিকারিক তমলুক থানায় অভিযোগ দায়ের করেছেন। সেচ দফতরের অধীনে থাকা খালের পাড় থেকে বেআইনিভাবে মাটি বাড়ির নিচু জায়গা ভরাট করার অভিযোগ ওঠে ওই দুই ব্যক্তির নামে। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার সদর শহর তমলুকের পার্শ্ববর্তী এলাকায়। সেচ ব্যবস্থা ও জল নিকাশির কারণে রূপনারায়ণ নদী থেকে খাল প্রবাহিত হয়েছে। তমলুক শহরের উপকন্ঠে চাঁদখোয়া মৌজা এলাকার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে প্রতাপখালি খাল। তমলুকের গঞ্জ নারায়ণপুর এলাকায় প্রতাপখালী খাল রূপনারায়ণ নদের সঙ্গে সংযুক্ত হয়েছে। চাঁদখোয়া এলাকায় প্রতাপখালি খালের পাশে প্রশান্ত মাজী ও মনোজিৎ মাজী নামে দুই ভাই নিজেদের জায়গায় নতুন পাকা বাড়ি বানিয়েছে। কিন্তু এলাকাবাসীর অভিযোগ বাড়ির সামনে ফাঁকা জায়গা ভরাটের জন্য ওই দুই অভিযুক্ত প্রতাপখালি খালের মাটি কেটে ভরাট করেছিল।
প্রতাপ খালি খালটি সেচ দফতরের অধীনে থাকা। এভাবে খালের বাঁধ থেকে মাটি কেটে নেয়ার ফলে বাঁধ দুর্বল হচ্ছে। ফলে খালের বাঁধ ভেঙে বর্ষাকালে নদীর জল ঢুকে পড়বে। বিপদের আশঙ্কা করছে এলাকাবাসী। খালের মাটি কাটা বন্ধ করার জন্য বিষয়টি তাম্রলিপ্ত পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কানাইলাল দাস কে জানান। কিন্তু খালের যে অংশে মাটি কাটা হয়েছে সেই অংশটি তাম্রলিপ্ত পৌরসভার অধীনে নয়।
advertisement
আরও পড়ুনঃ শিশুদের দেহে অপুষ্টি মেটাতে ৫৪৫টি পরিবারের হাতে তুলে দেওয়া হল মুরগির বাচ্চা
এর পাশাপাশি এলাকাবাসীরা সেচ দফতরে ঐ দুই ব্যক্তির বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ জানায়। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে খাল পরিদর্শনে আসেন সেচ দফতরের আধিকারিকেরা। পরিদর্শন করার পর অভিযুক্তের বিরুদ্ধে আইনি পদক্ষেপের জন্য তমলুক ব্লক প্রশাসন এবং ব্লক ভূমি সংস্কার দপ্তরকে জানান।
advertisement
advertisement
সেই মতো সোমবার তমলুকের ব্লক ভূমি সংস্কার আধিকারিক ওই দুই অভিযুক্তদের বিরুদ্ধে তমলুক থানায় লিখিত অভিযোগ করেছেন। এ প্রসঙ্গে তমলুক ব্লক ভূমি সংস্কার অধিকারিক জানিয়েছেন, 'লিখিত অভিযোগের ভিত্তিতে এলাকা পরিদর্শনের পর অভিযুক্ত দুই ব্যক্তির নামে তমলুক থানায় বেআইনিভাবে খাল বাঁধের মাটি কেটে নেওয়ার জন্য লিখিত অভিযোগ জানানো হয়েছে। আইন অনুযায়ী অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।'
advertisement
Saikat Shee
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Purba Medinipur: বেআইনিভাবে খালের মাটি কাটার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিল সেচ দফতর
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement