TRENDING:

East Medinipur News: প্রেম দিবসে অন্য ভালোবাসার গল্প লিখলেন কাঁথির শিক্ষক

Last Updated:

এও এক ধরনের প্রেম দিবস উদযাপন। এখানে শুধু প্রেমিকাকে গোলাপ উপহার দেওয়া নেই, বরং প্রকৃতিকে আরও জড়িয়ে ধরা আছে। কাঁথির শিক্ষক শ্যামল জানা প্রেম দিবসে অন্য ভালোবাসার গল্প লিখলেন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্ব মেদিনীপুর: ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে। আর তাই মঙ্গলবার সকাল থেকেই চারিদিকে ভেসে বেড়াচ্ছে প্রেমের সুবাস। এই দিনটিকে প্রেমিক-প্রেমিকারা নানান ভাবে স্মরণীয় করে রাখার চেষ্টা করেছেন। তবে কাঁথির শিক্ষক শ্যামল জানা এই দিনেই এক অন্যরকম কাজ করলেন। দিনটিকে বিশেষভাবে স্মরণীয় করে রাখতে অন্যরকম ভালোবাসার গল্প রচনা করলেন এই শিক্ষক। তিনি প্রকৃতিকে ভালোবেসে মঙ্গলবার ১৪ টি বট গাছের চারা রোপণ করেন।
advertisement

শ্যামল জানা পেশায় শিক্ষক হলেও তাঁর নেশা গাছ প্রেম। সারা রাজ্য ঘুরে তিনি গাছ লাগিয়ে বেড়ান। রাজ্যের ২৩ টি জেলার বিভিন্ন প্রান্তে তিনি বটগাছ সহ অন্যান্য গাছ লাগিয়েছেন। শুধু তাই নয় তিনি একজন প্রকৃত অর্থে সমাজসেবী। দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি অসহায় জীবজন্তুদের খাবারদাবারের ব্যবস্থাও করেছেন নিজের বাড়িতেই। তাঁর জীবনের একটাই লক্ষ্য, সারা ভারতজুড়ে পাঁচ হাজার বটগাছ লাগানো। এ পর্যন্ত তিনি ৬৬০ টি বটগাছ লাগিয়েছেন। ইচ্ছে রয়েছে ভারতবর্ষের প্রতিবেশী রাষ্ট্রগুলিতেও বটগাছ রোপণ করা। শিক্ষকতা করার পাশাপাশি সমাজ ও পরিবেশ প্রেম তাঁকে এনে দিয়েছে নানা সম্মান।

advertisement

আরও পড়ুন: কুলে কর্মসংস্থান! বাদুড়িয়ার বহু মানুষের জীবিকা এখন এই মরশুমি চাষ

আগামী প্রজন্মকে সুস্থ পৃথিবী ফিরিয়ে দিতে তাঁর সংকল্প, একের পর এক বট গাছ লাগানো। এদিন তিনি ১৪ টি বটগাছ লাগালেন কাঁথি শহরের ১৫ কিলোমিটার দূরে ফাঁকা জায়গায়। শুধু গাছ লাগিয়েই তিনি ক্ষান্ত থাকেন না, গাছগুলিকে সঠিক পরিচর্যার মাধ্যমে বড় করে তোলেন। এই প্রসঙ্গে শ্যামল জানা বলেন, আজ ভালোবাসার দিন। তাই পরিবেশকে ভালোবেসে এই চৌদ্দটি বটগাছ লাগিয়েছি। কারণ ভালোবাসার জন্য অক্সিজেন প্রয়োজন। আগামী পৃথিবীকে সুস্থ রাখতে গাছ লাগানো খুবই দরকার।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

সৈকত শী

বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
East Medinipur News: প্রেম দিবসে অন্য ভালোবাসার গল্প লিখলেন কাঁথির শিক্ষক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল