শ্যামল জানা পেশায় শিক্ষক হলেও তাঁর নেশা গাছ প্রেম। সারা রাজ্য ঘুরে তিনি গাছ লাগিয়ে বেড়ান। রাজ্যের ২৩ টি জেলার বিভিন্ন প্রান্তে তিনি বটগাছ সহ অন্যান্য গাছ লাগিয়েছেন। শুধু তাই নয় তিনি একজন প্রকৃত অর্থে সমাজসেবী। দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি অসহায় জীবজন্তুদের খাবারদাবারের ব্যবস্থাও করেছেন নিজের বাড়িতেই। তাঁর জীবনের একটাই লক্ষ্য, সারা ভারতজুড়ে পাঁচ হাজার বটগাছ লাগানো। এ পর্যন্ত তিনি ৬৬০ টি বটগাছ লাগিয়েছেন। ইচ্ছে রয়েছে ভারতবর্ষের প্রতিবেশী রাষ্ট্রগুলিতেও বটগাছ রোপণ করা। শিক্ষকতা করার পাশাপাশি সমাজ ও পরিবেশ প্রেম তাঁকে এনে দিয়েছে নানা সম্মান।
advertisement
আরও পড়ুন: কুলে কর্মসংস্থান! বাদুড়িয়ার বহু মানুষের জীবিকা এখন এই মরশুমি চাষ
আগামী প্রজন্মকে সুস্থ পৃথিবী ফিরিয়ে দিতে তাঁর সংকল্প, একের পর এক বট গাছ লাগানো। এদিন তিনি ১৪ টি বটগাছ লাগালেন কাঁথি শহরের ১৫ কিলোমিটার দূরে ফাঁকা জায়গায়। শুধু গাছ লাগিয়েই তিনি ক্ষান্ত থাকেন না, গাছগুলিকে সঠিক পরিচর্যার মাধ্যমে বড় করে তোলেন। এই প্রসঙ্গে শ্যামল জানা বলেন, আজ ভালোবাসার দিন। তাই পরিবেশকে ভালোবেসে এই চৌদ্দটি বটগাছ লাগিয়েছি। কারণ ভালোবাসার জন্য অক্সিজেন প্রয়োজন। আগামী পৃথিবীকে সুস্থ রাখতে গাছ লাগানো খুবই দরকার।
সৈকত শী