North 24 Parganas News: কুলে কর্মসংস্থান! বাদুড়িয়ার বহু মানুষের জীবিকা এখন এই মরশুমি চাষ
- Published by:Kaustav Bhowmick
- news18 bangla
Last Updated:
কুল চাষ করে দিব্যি সংসার চলছে চাষির। শুধু তাই নয়, বাদুড়িয়ার কুল এখন বাংলার গণ্ডি পেরিয়ে ভিন রাজ্যেও রফতানি হচ্ছে
উত্তর ২৪ পরগনা: এক সময় গ্রাম বাংলার বাড়িতে বাড়িতে কুল গাছ থাকত। যাতে বছরকার ফল ভালো করে খাওয়া যায়। কুল বিক্রি হতে পারে এটাই অনেকে ভাবতে পারতেন না। কিন্তু সেই কুল এখন আর শুধুমাত্র পরিবারের খাওয়ার জন্যই নয়, বরং বিপুল কর্মসংস্থানের পথ দেখাছে।
বাদুড়িয়ায় বিভিন্ন প্রজাতির কুল চাষ হয়। এখানকার আটলিয়া, বদর, বুরুজ সহ বিভিন্ন এলাকায় কুল চাষের বাগান আছে। স্থানীয় চাষিরা মূলত দেশি কুল ও হাইব্রিড কুল গাছের সংমিশ্রণ ঘটিয়ে কুল চাষ শুরু করেন। বর্তমানে বাদুড়িয়ার কয়েকটি গ্রামের প্রায় কয়েকশো মানুষের জীবিকা এই কুল চাষের উপর নির্ভর করে গড়ে উঠেছে। কুল চাষের জন্য গাছে কলম বাধার ১৪ দিন পর নতুন গাছ ফুটে ওঠে। আর সেই গাছ জমিতে বসিয়ে শুরু হয় চাষ। একটি গাছ দুই থেকে তিন ফুট বেড়ে ওঠে ছয় মাসের মধ্যে। তারপরই শুরু হয় ফলন। একটি গাছ থেকে বছরে প্রায় এক কুইন্টাল কুল পাওয়া যায়।
advertisement
advertisement
বাদুড়িয়ায় বাণিজ্যিকভাবে কুল চাষ হয়। তবে সেই কুল এবার শুধুমাত্র রাজ্যে নয়, পাড়ি দিচ্ছে ভিন রাজ্যেও। অনান্য বছরের তুলনায় এই বছর কুলের ফলন বেশি হয়েছে, কিন্তু বাংলার বাজারে দাম অনেকটাই কম। তাই বেশি লাভের আশায় দিল্লি, ওড়িশায় বাণিজ্যিকভাবে পাঠানো হচ্ছে এখানকার কুল।
advertisement
জুলফিকার মোল্লা
Location :
Kolkata,West Bengal
First Published :
February 14, 2023 4:25 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: কুলে কর্মসংস্থান! বাদুড়িয়ার বহু মানুষের জীবিকা এখন এই মরশুমি চাষ