বৃষ্টি হলেই সেই রাস্তা দিয়ে যাতায়াত করা যায় না। তাই পাকা রাস্তার দাবিতে খারাপ রাস্তায় ধানের বীজ লাগিয়ে বিক্ষোভ দেখাল গ্ৰামের মানুষজন। পঞ্চায়েত তরফ থেকে নতুন গ্ৰাম পূর্ব পড়ায় পাকা রাস্তা না করা হলে আগামীদিনে পথ অবরোধ করে বিক্ষোভ করবে বলে হুঁশিয়ারি দিলেন গ্ৰামের মানুষেরা।
আরও পড়ুনঃ রাস্তা মেরামতের দাবিতে রাস্তায় ধান পুঁতে অভিনব বিক্ষোভ
advertisement
গ্রামবাসীদের দাবি, বারবার প্রশাসনকে জানানো হলেও বেহাল রাস্তা মেরামতের কাজ শুরু হয়নি। তাই প্রতিবাদ জানাতে তাঁরা ধান রোপণ করলেন গ্রামের রাস্তায়। শতাধিক মানুষ এদিন গ্রামের রাস্তায় ধান রোপণ করে প্রতিবাদে সামিল হন।
আরও পড়ুনঃ আশা কর্মীর চাকরি করে দেওয়ার নাম করে টাকা আত্মসাৎ-এর অভিযোগ!
নতুন পাড়ার স্থানীয় বাসিন্দা সিরাজুল শেখ সৌওব শেখরা বলেন, নয় মাস আগে পঞ্চায়েত থেকে বোর্ড লাগানো হয়েছে। পাকা রাস্তা তৈরি হবে বলেও জানিয়ে দেওয়া হয়েছিল। পঞ্চায়েত কথা মত স্থানীয়রা সকলে ১০০ টাকা করে দিয়ে রাস্তায় মাটিও ফেলে দেয়। তবে তারপর এখনও কাজ শুরু হয়নি। পঞ্চায়েতকে জানিয়েও কোনও লাভ হচ্ছে না।
Malobika Biswas