Purba Bardhaman: আশা কর্মীর চাকরি করে দেওয়ার নাম করে টাকা আত্মসাৎ-এর অভিযোগ!

Last Updated:

স্ত্রীকে আশাকর্মীর চাকরি করে দেওয়ার ‘প্রলোভন’ দেখিয়ে এক যুবকের কাছ থেকে ৫৫ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল এক পঞ্চায়েত সদস্যর বিরুদ্ধে।

#পূর্ব বর্ধমান : স্ত্রীকে আশাকর্মীর চাকরি করে দেওয়ার ‘প্রলোভন’ দেখিয়ে এক যুবকের কাছ থেকে ৫৫ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল এক পঞ্চায়েত সদস্যর বিরুদ্ধে। টাকা নেওয়ার পর থেকে দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ার পরও স্ত্রীর আশাকর্মীর চাকরি হয়নি। এই অবস্থায় হতাশায় মাথা ঠিক রাখতে না পেরে কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করলেন স্বামী রাজকুমার হাজরা। এই ঘটনা জানাজানি হতেই এদিন ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব বর্ধমানের মেমারির দুর্গাপুর পঞ্চায়েতের বড়র গ্রামে। কীটনাশক খেয়ে অসুস্থ হয়ে পড়া রাজকুমারের চিকিৎসা চলছে মেমারি গ্রামীণ হাসপাতালে। তাঁর বয়ান নথিভুক্ত করে তদন্তে নেমেছে মেমারি থানার পুলিশ।
যদিও অভিযুক্ত তৃণমূলের পঞ্চায়েত সদস্য মণিকা রায় ও তৃণমূল কর্মী শুভঙ্কর মজুমদার দাবি, চক্রান্ত করে তাঁদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। মেমারির বড়র গ্রামেই বাড়ি রাজকুমার হাজরার। তিনি এদিন অভিযোগে জানান, টোটো চালিয়ে তিনি সংসার চালান। মাটির বাড়িতে থাকেন। অভিযোগ, পঞ্চায়েত সদস্য মণিকা রায় ও পঞ্চায়েত কর্মী (ভিআরপি) শুভঙ্কর মজুমদার একদিন তাঁকে ডাকে। তারা তাঁর স্ত্রীকে আশা কর্মীর চাকরি করে দেবে বলে জানায়। তার জন্য পঞ্চায়েত সদস্যা ও পঞ্চায়েত কর্মী তাঁর কাছে ৭০ হাজার টাকা দাবি করে। এত টাকা তিনি দিতে পারবেন না বলে জানালে, ৫৫ হাজার টাকা দিতে হবেই বলে জানিয়ে দেন পঞ্চায়েত সদস্যা ।
advertisement
আরও পড়ুনঃ বাল্যবিবাহ রোধ করলেন প্রধান শিক্ষিকা! কুর্নিশ সমাজের
এরপর টাকা দেন রাজকুমার বাবু। তবে তার পরও হয়নি স্ত্রীর চাকরি। চিকিৎসাধীন রাজকুমার হাজরা জানান, ধারদেনা করে ৫৫ হাজার টাকা তুলে দেন তিনি। তার পর থেকে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও স্ত্রী আশা কর্মীর চাকরি হয়নি । এখন টাকাটাও ফেরৎ দিতে অস্বীকার করছেন পঞ্চায়েত সদস্যা ও পঞ্চায়েত কর্মী। তারই মধ্যে পাওনাদারা টাকা ফেরৎ চেয়ে প্রতিনিয়ত তাগাদা করছে। এই অবস্থায় আর মাথা ঠিক রাখতে না পেরে কীটনাশক খেয়ে আত্মহত্যা করতে গিয়েছিলেন বলে রাজকুমার হাজরা জানিয়েছেন।
advertisement
advertisement
আরও পড়ুনঃ বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগার থেকে মুক্তি পেল ২০ জন
রাজকুমারের স্ত্রী সীমাদেবী বলেন, দশ বছর আগে মাধ্যমিক পাশ করেছিলাম। এলাকার পঞ্চায়েত সদস্য মণিকা রায় ও জনৈক শুভঙ্কর মজুমদার আমাকে আশাকর্মীর চাকরি করে দেওয়ার প্রস্তাব দেয় আমার স্বামীকে। সেই কথা স্বামী বিশ্বাস করে নিয়েছিল তাই পঞ্চায়েত সদস্য ও পঞ্চায়েত কর্মীর দাবি মতো ৫৫ হাজার টাকা জোগারের জন্য তাঁর স্বামী ক্ষুদ্র ঋণদানকারী সংস্থা থেকে ওই টাকা ধার করে। ওই টাকা উনাদের হাতে তুলে দেয়। কিন্তু তাঁর চাকরি তো হয়নি। এদিকে ঋণদানকারী সংস্থার তাগাদাও বাড়ছে।
advertisement
Malobika Biswas
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Purba Bardhaman: আশা কর্মীর চাকরি করে দেওয়ার নাম করে টাকা আত্মসাৎ-এর অভিযোগ!
Next Article
advertisement
West Bengal Weather Update: ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? বড় আপডেট দিল হাওয়া অফিস
ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? রইল বড় আপডেট
  • ভাইফোঁটার পরই আবহাওয়ায় বদলের সম্ভাবনা৷

  • বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

  • আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টি৷

VIEW MORE
advertisement
advertisement