অভিযুক্তকে ধরে গণধোলাই দিতেই সে সবই স্বীকার করে নেয় বলে জানা গিয়েছে। যুবকের বাড়ি থেকে একটি ছুরি, কাচি , শান দেওয়ার মটর , ২ টি টোটোর ব্যাটারি উদ্ধার করা হয়। স্থানীয় বাসিন্দাদের দাবি, বেশ কিছুদিন ধরেই এলাকায় চুরি হচ্ছিল । কিন্তু খোঁজ পাওয়া যাচ্ছিল না চোরের।
আরও পড়ুন: Nadia News: ১০ মাসের শিশুকে দেওয়া হল মেয়াদোত্তীর্ণ ভ্যাকসিন! তারপর যা হল, জানুন বিস্তারিত
advertisement
এদিন সকালে সন্দেহবশত ওই যুবককে ধরে এলাকাবাসীরা গণধোলাই দিতেই সে সব স্বীকার করে নেয় । খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে হাজির হয় কালনা থানার পুলিশ । ওই যুবককে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় কালনা থানায়।
যদিও চুরি করা দ্রব্যগুলি অন্য কারও বলে দাবি করেছে অভিযুক্ত ওই যুবক। এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে সে বিষয়ে প্রশাসনের নজরদারির প্রয়োজন আছে বলে জানান এলাকার বাসিন্দারা।
মালবিকা বিশ্বাস





