এই পুজোর বিশেষত্ব শুধু প্রতিমার উচ্চতাতেই সীমাবদ্ধ নয়। প্রায় সাড়ে চার লক্ষ টাকা বাজেটের এই আয়োজনে কোনো খামতি রাখছেন না উদ্যোক্তারা। হাফ ট্রলি মাটি, প্রায় ১০ কেজি পাটের দড়ি, এক কাউন খড় সহ নানা উপকরণ ব্যবহার করে প্রতিমা তৈরি হচ্ছে। দুর্গাপুরের এক অভিজ্ঞ শিল্পী এই বিশালাকার প্রতিমা গড়ছেন। উদ্যোক্তাদের দাবি, গ্রামের পুজো হলেও আয়োজনে ও ভাবনায় এটি শহরের বহু নামী ক্লাবকেও হার মানাবে।
advertisement
সরস্বতী পুজো উপলক্ষে কলিগ্রামে টানা ছয় দিন ধরে চলবে বিশাল মেলা ও জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠান। গান, নাচ, ম্যাজিক শো, ছৌ নৃত্য সহ নানা অনুষ্ঠানের পাশাপাশি থাকছে একাধিক সামাজিক কর্মসূচি। পুজো উদ্যোক্তারা জানান, গত বেশ কয়েক বছর ধরেই তারা সরস্বতী পুজোর আয়োজন করছেন এবং বিগত ৯ বছর ধরে বড় প্রতিমা তৈরি করা হচ্ছে। এবছর ৩৮ ফুটের প্রতিমার মাধ্যমে সেই ধারাই আরও এক ধাপ এগিয়ে গেল।
আরও পড়ুনঃ IND vs NZ: দলে একসঙ্গে ৩ অলরাউন্ডার! কারা বাদের তালিকায়? প্রথম ওডিআইতে ভারতীয় দলে মেগা চমক!
এই পুজোকে কেন্দ্র করে এখন সাজ সাজ রব কলিগ্রামে। গ্রামের বাড়িতে বাড়িতে আত্মীয়স্বজনের সমাগম শুরু হয়েছে। শহরের যানজট ও ভিড় এড়িয়ে বহু মানুষ এবার গ্রামমুখী হতে পারেন বলেই আশা উদ্যোক্তাদের। সব মিলিয়ে কলিগ্রাম বিদ্যুৎ সংঘের এই সরস্বতী পুজো হয়ে উঠছে গ্রামবাংলার ঐক্য, সংস্কৃতি ও উৎসবের এক অনন্য মিলনমেলা।





