Nadia News: ১০ মাসের শিশুকে দেওয়া হল মেয়াদোত্তীর্ণ ভ্যাকসিন! তারপর যা হল, জানুন বিস্তারিত
- Published by:Dolon Chattopadhyay
- hyperlocal
Last Updated:
শিশুর শারীরিক অবস্থার কথা চিন্তা করে উদ্বিগ্ন গোটা পরিবার ৷
#শান্তিপুর: শিশুর শরীরে মেয়াদ উত্তীর্ণ ভ্যাকসিন দেওয়ার অভিযোগ এক চিকিৎসকের বিরুদ্ধে। অভিযোগ, ১০ মাসের মেয়াদ উত্তীর্ণ ভ্যাকসিন দেয়া হয় ছয় মাসের এক শিশুর শরীরে। ঘটনাটি শান্তিপুরের এক বেসরকারি চিকিৎসা কেন্দ্রের ঘটনা। যদিও ভুল স্বীকার করেছেন ওই চিকিৎসা কেন্দ্রের কর্তৃপক্ষ। ওই চিকিৎসকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায় করা হয় শান্তিপুর থানায়। শিশুর শারীরিক অবস্থার কথা চিন্তা করে উদ্বিগ্ন গোটা পরিবার। এই বিষয়ে ওই কেন্দ্রের চিকিৎসকের সঙ্গে দেখা করতে গেলে দেখা মেলে না ওই চিকিৎসকের।
শান্তিপুর পৌরসভা বাসন্তী তলা এলাকার বাসিন্দা কুন্তল রায়। বর্তমানে তিনি সেনাবাহিনীতে কর্মরত। তিনি তার স্ত্রীকে সঙ্গে নিয়ে তার ছয় মাসের পুত্র কিশান্ত রায়ের ভ্যাকসিন নেয়ার জন্য যান একটি বেসরকারি চিকিৎসা কেন্দ্রে। অভিযোগ, সেখানে কর্মরত চিকিৎসক ডাক্তার সুমন সরকার তাকে গত ২৫ তারিখের দুটি ভ্যাকসিন দেয়। পরে সেই ভ্যাকসিন কার্ডে তিনি দেখতে পান যে দুটি ভ্যাকসিন দেওয়া হয়েছে তার মধ্যে একটি ভ্যাকসিন মেয়াদ ১০ মাস আগেই উত্তীর্ণ হয়ে গেছে।
advertisement
advertisement
তখন তারা প্রতিবাদ করলে ওই কর্তৃপক্ষ তখন ফ্রিজে থাকা সমস্ত মেয়াদ উত্তীর্ণ ভ্যাকসিন সরিয়ে ফেলে বলে অভিযোগ। এরপর ওই পরিবার শিশুটিকে নিয়ে আতঙ্কে ও উদ্বেগের মধ্যে রয়েছেন। কত শিশুকে এই ধরনের ভ্যাকসিন দেওয়া হয়েছে তার কোনও তথ্য দেননি কর্তৃপক্ষ। তবে এই ঘটনার প্রতিবাদ জানিয়ে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন পরিবার। ঘটনার জেরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
advertisement
Mainak Debnath
view commentsLocation :
First Published :
December 27, 2022 6:20 PM IST