Petrol Diesel Prices : আজ কলকাতায় পেট্রোল ও ডিজেলের দাম কত হল, বাড়ল না কমল ?
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
চার মহানগরে পেট্রোল ও ডিজেলের দাম দেখে নিন এক নজরে -
বিশ্ব বাজারে লাগাতার ঊর্ধ্বমুখী অশোধিত তেলের দাম ৷ গত ২৪ ঘণ্টায় ক্রুডের দাম প্রায় ১ ডলার বেড়ে গিয়ে প্রতি ব্যারেলে ৮৪ ডলার হয়েছে ৷ এর মধ্যে মঙ্গলবার সরকারি তেল সংস্থার জারি করা পেট্রোল ও ডিজেলের দামেও বদল দেখা গিয়েছে ৷ তবে অন্যান্য দিনের মতো এদিনও দিল্লি-মুম্বই-সহ দেশের চার মহানগরে তেলের দামে কোনও বদল করা হয়নি ৷
advertisement
সরকারি তেল সংস্থাগুলি বিহারের রাজধানী পটনায় পেট্রোল ৬৪ পয়সা বাড়িয়ে প্রতি লিটারে ১০৮.১২ টাকা করেছে ৷ ডিজেল ৬০ পয়সা বেড়ে প্রতি লিটারে ৯৪.৮৬ টাকা হয়েছে ৷ উত্তরপ্রদেশের গৌতমবুদ্ধ নগরে (নয়ডা-গ্রেটার নয়ডা) জেলায় এদিন পেট্রোল ৩৪ পয়সা সস্তা হয়ে প্রতি লিটারে ৯৬.৫৮ টাকা হয়েছে ৷ ডিজেল ৩৩ পয়সা সস্তা হয়ে প্রতি লিটারে ৮৯.৭৫ টাকা হয়েছে ৷
advertisement
advertisement
advertisement