আরও পড়ুন: জায়গা দখলকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে আদিবাসীদের সংঘর্ষ! তুলকালাম বালুরঘাটে
কেন তাঁরা সকলে একযোগে কাজ বন্ধ রেখে এই বিক্ষোভের পথে হাঁটলেন তা তুলে ধরেছেন মেমারির ৪ নম্বর ওয়ার্ডের এক সাফাই কর্মী। তিনি বলেন, আমাদের মাইনে ঠিক সময়ে দেওয়া হচ্ছে না। তাছাড়া মাসে মাত্র ৬ হাজার টাকা দেয়। তাতে এই বাজারে সংসার চালানো যাচ্ছে না। অন্ততপক্ষে মাসে ১৫ হাজার টাকা বেতনের দাবি তুলেছেন সাফাই কর্মীরা। পাশাপাশি এক একটি মাসে তাঁদের বেতন পেতে ১০ তারিখ এমনকি ১৫ তারিখও হয়ে যায় বলে অভিযোগ।
advertisement
বিক্ষোভে অংশ নেওয়া সাফাই কর্মীরা জানিয়েছেন, মেমারি পুরসভায় একজনও স্থায়ী সাফাই কর্মী নেই। তাঁদের মতো চুক্তিভিত্তিক সাফাই কর্মীরাই ভরসা। এর আগে তাঁরা লিখিতভাবে পুরসভাকে বেতন বৃদ্ধির দাবির কথা জানিয়েছিলেন। পুর কর্তৃপক্ষ জানিয়েছিল বোর্ড মিটিংয়ে বিষয়টি নিয়ে আলোচনা করে জানাবে। কিন্তু সেই প্রতিশ্রুতির রাখা হয়নি বলেই তাঁরা বিক্ষোভ দেখিয়েছেন, এমনটাই দাবি সাফাই কর্মীদের।






