Dakshin Dinajpur News: জায়গা দখলকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে আদিবাসীদের সংঘর্ষ! তুলকালাম বালুরঘাটে

Last Updated:

আদিবাসী ব্যক্তির জায়গা জোর করে দখলকে কেন্দ্র করে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে ধুন্ধুমার পরিস্থিতি

+
title=

দক্ষিণ দিনাজপুর: জায়গা দখলকে কেন্দ্র করে তুলকালাম বালুরঘাটে। গায়ের জোরে এক আদিবাসী ব্যক্তির জমি দখলের ঘটনাকে কেন্দ্র করে এই পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতি এমন জায়গায় গিয়ে দাঁড়ায় যে আদিবাসীরা তাঁদের নিজস্ব অস্ত্র নিয়ে ছুটে আসে। খবর পেয়ে পুলিশ-প্রশাসনের লোক গিয়ে কোনরকমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বালুরঘাটে পদ্মপুকুর এলাকায় পাশাপাশি থাকেন দীনবন্ধু পাহান ও সুবোধ সরকার। দীনবন্ধু পাহানের অভিযোগ, গায়ের জোরে তাঁর জমি দখল করে পাঁচিল তুলছিলেন সুবোধ সরকার। তিনি বিষয়টি পুলিশ ও পুরসভাকে জানালেও কোন‌ও কাজ হয়নি বলে আদিবাসী সম্প্রদায়ভুক্ত দীনবন্ধুবাবুর অভিযোগ। এরপরই তিনি বিষয়টি নিজেদের আদিবাসী সমাজকে জানান। তারপরেই তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। তির-ধনুক সহ আর বিভিন্ন অস্ত্র নিয়ে এলাকায় এসে জড়ো হয় আদিবাসী সম্প্রদায়ের বহু মানুষ। খবর পেয়ে বালুরঘাট থানার বিশাল পুলিশ বাহিনী ও পুর কর্তৃপক্ষ ছুটে গিয়ে পরিস্থিতি সামলায়।
advertisement
advertisement
পুলিশের পাশাপাশি ছুটে আসেন বালুরঘাট পুরসভার পুরপ্রধান অশোক মিত্র। প্রাথমিকভাবে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় আদিবাসীদের। এই ঘটনা আহত‌ও হন এক পুলিশকর্মী। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ডিএসপি (হেডকোয়ার্টার) সোমনাথ ঝাঁ। পুরপ্রধান অশোক মিত্রের মধ্যস্থতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। দুই পক্ষকে আগামী ২ অগস্ট মীমাংসার জন্য মুখোমুখি বসিয়ে আলোচনা হবে বলে ঠিক হয়েছে। এরপর পুলিশের অনুরোধে এলাকা ছেড়ে চলে যান সশস্ত্র আদিবাসীরা। হাঁফ ছেড়ে বাঁচে প্রশাসন।
advertisement
সুস্মিতা গোস্বামী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ দিনাজপুর/
Dakshin Dinajpur News: জায়গা দখলকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে আদিবাসীদের সংঘর্ষ! তুলকালাম বালুরঘাটে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement