এ বিষয়ে খণ্ডঘোষ ব্লকের বিডিও সত্যজিৎ কুমার জানান, খণ্ডঘোষের চাগ্রাম সংসদ এলাকায় ২৪০ মিটার দীর্ঘ একটি সড়ক নির্মান করা হচ্ছে। যার আনুমানিক খরচ তিন লক্ষ ৮৭ হাজার ৩৯২ টাকা। রাজ্য সরকারের এস.এফ.সি (পিবিজি) অর্থানুকূল্যে ২০২১-২২ অর্থবর্ষে রাস্তাটি নির্মিত হচ্ছে। বর্ষা আসার আগেই এই রাস্তাটি তৈরি হয়ে যাবে। 'উচ্চ মানের এই সড়কটির নির্মান কাজে বাতিল টায়ারের 'রবার মিশ্রিত বিটুমিন’ ব্যবহার করা হয়েছে। ব্যবহারের পর বাতিল হওয়া টায়ারের রবার দিয়েই এই রাস্তাটি তৈরি করা হচ্ছে।
advertisement
আরও পড়ুনঃ ফের সড়ক দূর্ঘটনা পূর্ব বর্ধমানে
সাধারণ রাস্তার চেয়ে এই 'বিটুমিন’ দিয়ে তৈরি রাস্তা অনেক বেশী টেকসই হবে বলে মনে করছেন তিনি। এই রাস্তা তৈরি ও রক্ষণা বেক্ষন খরচও কম হবে। টায়ারের রবার মিশ্রিত বিটুমিন দিয়ে তৈরি রাস্তার সমস্ত ঋতু উপযোগী। পিচের রাস্তা যদি পাঁচ বছর টেকসই হয়, তাহলে রবার মিশ্রিত বিটুমিন রাস্তা অন্তত সাত বছর টিকবে বলে দাবি তাঁর।
আরও পড়ুনঃ জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইনে রক্তদান শিবির
ব্লকে আরও কয়েকটি নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। খণ্ডঘোষের জেলাপরিষদ সদস্য অপার্থিব ইসলাম বলেন, বিডিও সত্যজিৎ কুমারের তত্বাবধানে সড়কটি তৈরি হচ্ছে। ফেলে দেওয়া টায়ারের রবারকে যে ’বিটুমিন’ হিসাবে ব্যবহার করা যায় সেটা বিডিও সাহেব বাস্তবে প্রমাণ করে দেখালেন।
Malobika Biswas