Purba Bardhaman: জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইনে রক্তদান শিবির

Last Updated:

আধুনিক চিকিৎসা বিজ্ঞানে অনেক অসাধ্যসাধন ঘটলেও কৃত্রিম উপায়ে রক্ত আবিষ্কার এখনও হয়নি ।

+
title=

পূর্ব বর্ধমান : আধুনিক চিকিৎসা বিজ্ঞানে অনেক অসাধ্যসাধন ঘটলেও কৃত্রিম উপায়ে রক্ত আবিষ্কার এখনও হয়নি । ফলে যে সমস্ত রোগীর কোনো কারণে অতিরিক্ত রক্তের প্রয়োজন হয়, তখন সেই রক্ত সুস্থ মানুষের শরীর থেকেই সংগ্রহ করতে হয় । এইজন্য রক্তদান একটি মহৎ দান বলে বিবেচ্য । পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে শুরু হয়েছে বিভিন্ন থানায় রক্তদান শিবিরের আয়োজন । গত এক মাস ধরে চলছে রক্ত দান শিবির। । আর সেই মতো জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইনে রক্তদান শিবির আয়োজন করা হল এদিন । ১০০ জন রক্তদাতা রক্ত দান করেন শিবিরে ।
এদিন শিবিরে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপার কামনাসিশ সেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার কল্যাণ সিনহা রায় , ডিএসপি হেডকোয়ার্টার সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা । পুলিশের কর্মসূচিতে শুধুমাত্র পুলিশকর্মীরা রক্ত দেননি আশেপাশে এলাকার সাধারণ মানুষ স্বেচ্ছায় রক্তদান করলেন শিবিরে ।
আরও পড়ুনঃ ফের সড়ক দূর্ঘটনা পূর্ব বর্ধমানে
এরই মধ্যে বর্ধমান জেলার গলসি থানার উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। থানা চত্বরেই আয়োজিত হয়েছিল রক্তদান শিবির । এদিন প্রথম , দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর স্কুল পড়ুয়াদের মধ্যে প্রবন্ধ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল প্রতিযোগিতার বিষয়বস্তু ছিল পথ নিরাপত্তায় ‘সেভ ড্রাইভ সেফ লাইফ ’ কর্মসূচির প্রয়োজনীয়তা ও প্রচারের সুফল ।
advertisement
advertisement
আরও পড়ুনঃ আবর্জনা দিয়ে ভরাট করা হচ্ছে পুকুর! কী কাণ্ড বর্ধমানে!
অন্যদিকে খণ্ডঘোষেও রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। সব মিলিয়ে গোটা জেলায় পুলিশের উদ্যোগে যে রক্তদান শিবির হচ্ছে তাতে খুশি জেলাবাসী ।
Malobika Biswas
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Purba Bardhaman: জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইনে রক্তদান শিবির
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement