TRENDING:

Raw Jackfruit: ডায়াবিটিস নিয়ন্ত্রণে রাখা থেকে ক্যানসারের ঝুঁকি কমানো, সুস্থ থাকতে পাতে রাখুন এঁচোড় 

Last Updated:

খাবারের তালিকায় যদি এঁচোড় রাখতে পারেন তাহলে কোলন ক্যানসারের ঝুঁকি অনেকটাই কমে বলে দাবি বিশষজ্ঞদের

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্ব বর্ধমান: হৈহৈ করে এসে গিয়েছে গ্রীষ্মকাল । ধনেপাতা, ফুলকপি, গাজরের মত শীতকালীন সবজির দিন শেষ। এখন বাজার ভর্তি গরমের সবজিতে যার মধ্যে কাঁচা কাঁঠাল বা এঁচোড়ের চাহিদা তুঙ্গে!  বিভিন্ন জায়গায় বিভিন্ন দামে বিক্রি হচ্ছে এঁচোড়। কোথাও ৪০ টাকা কেজি, কোথাও বা ৫০ টাকা আবার কোথাও ৬০ টাকা কেজি দরেও  বিক্রি হচ্ছে এঁচোড়।
সমগ্র জায়গায় চলছে এঁচোড় বিক্রি 
সমগ্র জায়গায় চলছে এঁচোড় বিক্রি 
advertisement

খাদ্যরসিক বাঙালিদের হেঁশেলে গরমকালে এঁচোড়ের কদর বিশাল। আট থেকে আশি হাতচেটে খান এঁচোড়।  রসিকতার ছলে এঁচোড়কে নিরামিষ মাংস-ও বলা হয়। বিভিন্নরকম ভাবে রান্না করে এঁচোড় খাওয়া যায় । খেতে যেমন সুস্বাদু, তেমনি রয়েছে নানান উপকারিতা।

বিশেষজ্ঞদের মতে, ডায়াবিটিস রোগীদের জন্য দারুন উপকারী এঁচোড়। রক্তে শর্করার মাত্রা বজায় রেখে ডায়াবিটিসের মাত্রা নিয়ন্ত্রণে রাখে এঁচোড়। হার্টের স্বাস্থ্য বজায় রাখে। এঁচোড়ে থাকে ভিটামিন এ ও সি , যা বহু রকমের রোগ দূরে রাখতে সাহায্য করে। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সিদ্ধহস্ত এঁচোড়। এছাড়াও ক্যানসারের ঝুঁকি কমায় এঁচোড়।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
জয়নগরের মোয়া, তাও আবার সুগার ফ্রি! উইন্টার ডেলিকেসি এখন সবার নাগালে, কোথায় পাবেন? জানুন
আরও দেখুন

খাবারের তালিকায় যদি এঁচোড় রাখতে পারেন তাহলে কোলন ক্যানসারের ঝুঁকি অনেকটাই কমে বলে দাবি বিশষজ্ঞদের । এঁচোড়ে রয়েছে  অ্যান্টিঅক্সিড্যান্ট যা ত্বকের উজ্জ্বলতা বাড়ায়। পাশাপাশি পেট পরিষ্কার রাখতে ও হজমখমতা বাড়াতেও এঁচোড়ের ভূমিকা অপরিসীম।

বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Raw Jackfruit: ডায়াবিটিস নিয়ন্ত্রণে রাখা থেকে ক্যানসারের ঝুঁকি কমানো, সুস্থ থাকতে পাতে রাখুন এঁচোড় 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল