Job News: বয়সসীমা ৪০, দ্বাদশ পাশেই মিলবে চাকরির দারুণ সুযোগ! বিশদে জেনে মহিলারা আজই আবেদন করুন

Last Updated:

Job News: আপনার বয়স কি ২০ থেকে ৪০ বছরের মধ্যে? চাকরি করতে চান? তাহলে আপনার জন্য রয়েছে চাকরির সুযোগ। জানুন 

চাকরির ছবি
চাকরির ছবি
পূর্ব বর্ধমান, সায়নী সরকার: আপনার বয়স কী ২০ থেকে ৪০ বছরের মধ্যে? চাকরি করতে চান? তাহলে আপনার জন্য রয়েছে চাকরির সুযোগ পূর্ব বর্ধমানে।
এবার দ্বাদশ শ্রেণির উত্তীর্ণ হলেই মহিলাদের জন্য কাজের সুযোগ। বেতন মিলবে প্রতি মাসে ৫ হাজার টাকা। কিন্তু এই সুযোগ শুধুমাত্র মহিলাদের জন্য এবং এই সুযোগ পাবেন মাত্র চারজন। যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হলেই করতে পারবেন আবেদন।
আরও পড়ুন: কলকাতা দূরদর্শনে চাকরি করার স্বপ্ন? স্নাতকেরা আজই আবেদন করুন, দারুণ সুযোগ
সম্প্রতি জেলার প্রশাসনিক ওয়েবসাইটে জানানো হয়েছে জেলার স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ সমিতির তরফে কর্মী নিয়োগ করা হবে অ্যাটেনড্যান্ট পদে চুক্তির ভিত্তিতে চার জন কর্মীকে নিযুক্ত করা হবে। তবে, এই সুযোগ শুধুমাত্র মহিলাদের জন্য। আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হতে হবে এবং বাংলা ভাষা লিখতে, পড়তে এবং বলতে জানাতে হবে।
advertisement
advertisement
আরও পড়ুন: দেশে ফিজিওথেরাপিস্টের চাহিদা এখন তুঙ্গে, কোথায় পড়াশোনা করা যায়? কী নিয়ে পড়তে হয়? চাকরির সুযোগ কেমন জানুন
বয়স হতে হবে থেকে ৪০ বছরের মধ্যে। যদিও সংরক্ষিত বিভাগের প্রার্থীদের জন্য বয়সের ছাড় রয়েছে। প্রতি মাসে বেতন দেওয়া হবে ৫ হাজার টাকা করে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ২৪ ডিসেম্বর।
advertisement
কী ভাবে করবেন আবেদন? 
আবেদনের জন্য আপনাকে প্রথম যেতে হবে পূর্ব বর্ধমানের প্রশাসনিক ওয়েবসাইটে
‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখান থেকেই বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে পারবেন আপনি। বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুযায়ী অনলাইনে আবেদনপত্র এবং আবেদনমূল্য জমা দিতে হবে। আরও বিস্তারিত তথ্য আপনি পেয়ে যাবেন ওই ওয়েবসাইটেই।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Job News: বয়সসীমা ৪০, দ্বাদশ পাশেই মিলবে চাকরির দারুণ সুযোগ! বিশদে জেনে মহিলারা আজই আবেদন করুন
Next Article
advertisement
Lionel Messi in Vantara: মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, হাতির সঙ্গে ফুটবল খেলা, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
  • মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি

  • হাতির সঙ্গে ফুটবল খেলা

  • আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি

VIEW MORE
advertisement
advertisement