Doordarshan Jobs offer Kolkata: কলকাতা দূরদর্শনে চাকরি করার স্বপ্ন? স্নাতকেরা আজই আবেদন করুন, দারুণ সুযোগ
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Doordarshan Jobs offer Kolkata: ব্রডকাস্ট অ্যাসিস্ট্যান্ট, পোস্ট প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট, অ্যাঙ্কর বা টেলিপ্রম্পটার পদে কর্মী নিয়োগ করবে কলকাতা দূরদর্শন। জানুন
কলকাতা: কলকাতা দূরদর্শনে চাকরি করার স্বপ্ন রয়েছে? তাহলে এবার পূরণ হতে পারে সেই স্বপ্ন। শুঘু থাকতে হবে স্নাতক ডিগ্রি এবং সংবাদমাধ্যমে কাজের পূর্ব অভিজ্ঞতা। ব্রডকাস্ট অ্যাসিস্ট্যান্ট, পোস্ট প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট, অ্যাঙ্কর বা টেলিপ্রম্পটার পদে কর্মী নিয়োগ করবে ওই সংস্থা।
সরকারি সম্প্রচার কেন্দ্রে উল্লিখিত পদে ২১ থেকে ৪০ বছর বয়সিদের নিয়োগ করা হবে। তাঁদের যে কোনও বিষয়ে স্নাতক ডিগ্রি থাকা প্রয়োজন। একই সঙ্গে ব্রডকাস্ট অ্যাসিস্ট্যান্ট, পোস্ট প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট, অ্যাঙ্কর বা টেলিপ্রম্পটার হিসাবে কাজের অন্তত এক বছরের পূর্ব অভিজ্ঞতা থাকতেই হবে।
আরও পড়ুন: গবেষণার স্বপ্ন? মোটা অঙ্কের বেতনের চাকরি আইআইটি খড়গপুরে, স্বপ্নপূরণ করতে আবেদন করুন
নিযুক্তেরা প্রতি মাসে সাতটি করে অ্যাসাইনমেন্ট পাবেন। সেই অনুযায়ী, প্রতিটি অ্যাসাইনমেন্ট-এর জন্য তাঁদের ২,৫০০ টাকা থেকে ৩,০০০ টাকা বরাদ্দ করা হবে। নির্দিষ্ট সময়ের চুক্তিতে কাজের সুযোগ থাকছে।
advertisement
advertisement
আরও পড়ুন: দেশে ফিজিওথেরাপিস্টের চাহিদা এখন তুঙ্গে, কোথায় পড়াশোনা করা যায়? কী নিয়ে পড়তে হয়? চাকরির সুযোগ কেমন জানুন
view commentsই-মেল মারফত আগ্রহীদের আবেদনপত্র জমা দিতে হবে। বায়োডাটা, শিক্ষাগত যোগ্যতা, কর্মজীবনের শংসাপত্রের মতো নথি তার সঙ্গে পাঠানো প্রয়োজন। আবেদনের শেষ দিন ৯ জানুয়ারি। এ ছাড়াও ডাকযোগে আবেদনপত্র পাঠাতে পারবেন।
Location :
Kolkata,West Bengal
First Published :
December 17, 2025 5:45 PM IST










