East Bardhaman News: পৌর মার্কেটে পরিস্থিতি দেখে 'মাথা গরম' আধিকারিকদের, আগুন লাগলে রক্ষে নেই! হাসপাতালেও গলদ

Last Updated:
East Bardhaman News: কাটোয়ায় অগ্নি-নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে বুধবার একযোগে পরিদর্শনে নামল প্রশাসন।
1/5
কাটোয়ায় অগ্নি-নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে বুধবার একযোগে পরিদর্শনে নামল প্রশাসন। কাটোয়ার এসডিপিও কাশীনাথ মিস্ত্রির নেতৃত্বে বিদ্যুৎ দফতরের আধিকারিক রাহুল আগরওয়াল, দমকল বিভাগ এবং পিডব্লিউডি ইলেকট্রিক বিভাগের আধিকারিক ও কর্মীরা একত্রিত হয়ে একটি যৌথ দল গঠন করেন। প্রশাসনের এই উদ্যোগকে শহরবাসীর নিরাপত্তার দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। (তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী)
কাটোয়ায় অগ্নি-নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে বুধবার একযোগে পরিদর্শনে নামল প্রশাসন। কাটোয়ার এসডিপিও কাশীনাথ মিস্ত্রির নেতৃত্বে বিদ্যুৎ দফতরের আধিকারিক রাহুল আগরওয়াল, দমকল বিভাগ এবং পিডব্লিউডি ইলেকট্রিক বিভাগের আধিকারিক ও কর্মীরা একত্রিত হয়ে একটি যৌথ দল গঠন করেন। প্রশাসনের এই উদ্যোগকে শহরবাসীর নিরাপত্তার দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। (তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী)
advertisement
2/5
এদিন ওই যৌথ দল কাটোয়া মহকুমা হাসপাতাল, কাটোয়ার একটি বেসরকারি নার্সিংহোম, নেতাজি পৌর মার্কেট, শপিং মল সহ শহরের একাধিক গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকা পরিদর্শন করেন। বিশেষ করে যেসব জায়গায় প্রতিদিন প্রচুর মানুষের যাতায়াত রয়েছে, সেসব স্থানকে অগ্রাধিকার দিয়ে পর্যবেক্ষণ করা হয়।
এদিন ওই যৌথ দল কাটোয়া মহকুমা হাসপাতাল, কাটোয়ার একটি বেসরকারি নার্সিংহোম, নেতাজি পৌর মার্কেট, শপিং মল সহ শহরের একাধিক গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকা পরিদর্শন করেন। বিশেষ করে যেসব জায়গায় প্রতিদিন প্রচুর মানুষের যাতায়াত রয়েছে, সেসব স্থানকে অগ্রাধিকার দিয়ে পর্যবেক্ষণ করা হয়।
advertisement
3/5
পরিদর্শনের মূল উদ্দেশ্য ছিল সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলিতে অগ্নি-নিরাপত্তা ব্যবস্থা কতটা কার্যকর রয়েছে তা খতিয়ে দেখা। কোথাও আগুন লাগলে দ্রুত আগুন নেভানোর জন্য পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে কিনা, ফায়ার এক্সটিংগুইশার ও অন্যান্য সরঞ্জাম সচল অবস্থায় আছে কিনা, সেগুলি খুঁটিয়ে দেখেন আধিকারিকরা। পাশাপাশি জরুরি পরিস্থিতিতে নিরাপদে বেরিয়ে আসার জন্য বিকল্প নির্গমন পথ ঠিকঠাক আছে কিনা, তাও পর্যবেক্ষণ করা হয়।
পরিদর্শনের মূল উদ্দেশ্য ছিল সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলিতে অগ্নি-নিরাপত্তা ব্যবস্থা কতটা কার্যকর রয়েছে তা খতিয়ে দেখা। কোথাও আগুন লাগলে দ্রুত আগুন নেভানোর জন্য পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে কিনা, ফায়ার এক্সটিংগুইশার ও অন্যান্য সরঞ্জাম সচল অবস্থায় আছে কিনা, সেগুলি খুঁটিয়ে দেখেন আধিকারিকরা। পাশাপাশি জরুরি পরিস্থিতিতে নিরাপদে বেরিয়ে আসার জন্য বিকল্প নির্গমন পথ ঠিকঠাক আছে কিনা, তাও পর্যবেক্ষণ করা হয়।
advertisement
4/5
এই পরিদর্শন চলাকালীন কাটোয়া মহকুমা হাসপাতালে বেশ কিছু ত্রুটি নজরে আসে। দেখা যায়, একটি জরুরি দরজার তালা দীর্ঘদিন ব্যবহার না হওয়ায় জং ধরে গিয়েছে এবং তা খুলছে না। অন্যদিকে নেতাজি পৌর মার্কেট পরিদর্শনের সময় বাজারের বর্তমান অবস্থা দেখে ক্ষোভ প্রকাশ করেন প্রশাসনিক আধিকারিকরা। অভিযোগ, ব্যবসায়ীরা নিজেদের সুবিধার জন্য দোকানের সামনের অংশ সংকীর্ণ করে রেখেছেন, ফলে কোনও দুর্ঘটনা বা অগ্নিকাণ্ড ঘটলে সাধারণ মানুষের নিরাপদে বেরিয়ে আসা মারাত্মকভাবে ব্যাহত হতে পারে।
এই পরিদর্শন চলাকালীন কাটোয়া মহকুমা হাসপাতালে বেশ কিছু ত্রুটি নজরে আসে। দেখা যায়, একটি জরুরি দরজার তালা দীর্ঘদিন ব্যবহার না হওয়ায় জং ধরে গিয়েছে এবং তা খুলছে না। অন্যদিকে নেতাজি পৌর মার্কেট পরিদর্শনের সময় বাজারের বর্তমান অবস্থা দেখে ক্ষোভ প্রকাশ করেন প্রশাসনিক আধিকারিকরা। অভিযোগ, ব্যবসায়ীরা নিজেদের সুবিধার জন্য দোকানের সামনের অংশ সংকীর্ণ করে রেখেছেন, ফলে কোনও দুর্ঘটনা বা অগ্নিকাণ্ড ঘটলে সাধারণ মানুষের নিরাপদে বেরিয়ে আসা মারাত্মকভাবে ব্যাহত হতে পারে।
advertisement
5/5
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাজারের এই পরিস্থিতি দ্রুত সংশোধনের জন্য যৌথভাবে পৌরসভাকে একটি লিখিত চিঠি দেওয়া হবে। প্রয়োজনে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে। এ প্রসঙ্গে কাটোয়া মহকুমা হাসপাতালের সুপার বিপ্লব মণ্ডল বলেন, “আজ মূলত ফায়ার সেফটি ব্যবস্থা কেমন রয়েছে সেটাই তাঁরা খতিয়ে দেখেছেন। আমাদের হাসপাতালে অগ্নি-নিরাপত্তা সংক্রান্ত সবরকম ব্যবস্থা রয়েছে, তবে কিছু জায়গায় আরও একটু সচল ও মজবুত করার প্রয়োজন আছে, সেগুলি আমরা দ্রুত ঠিক করে নেব।” সামগ্রিকভাবে প্রশাসনের এই যৌথ পরিদর্শনকে ইতিবাচক হিসেবেই দেখছেন সাধারণ মানুষ।তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাজারের এই পরিস্থিতি দ্রুত সংশোধনের জন্য যৌথভাবে পৌরসভাকে একটি লিখিত চিঠি দেওয়া হবে। প্রয়োজনে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে। এ প্রসঙ্গে কাটোয়া মহকুমা হাসপাতালের সুপার বিপ্লব মণ্ডল বলেন, “আজ মূলত ফায়ার সেফটি ব্যবস্থা কেমন রয়েছে সেটাই তাঁরা খতিয়ে দেখেছেন। আমাদের হাসপাতালে অগ্নি-নিরাপত্তা সংক্রান্ত সবরকম ব্যবস্থা রয়েছে, তবে কিছু জায়গায় আরও একটু সচল ও মজবুত করার প্রয়োজন আছে, সেগুলি আমরা দ্রুত ঠিক করে নেব।” সামগ্রিকভাবে প্রশাসনের এই যৌথ পরিদর্শনকে ইতিবাচক হিসেবেই দেখছেন সাধারণ মানুষ। (তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী)
advertisement
advertisement
advertisement