TRENDING:

Purba Bardhaman News: আয় না থাকলেও ভালোবাসায় আজও ডাকের সাজ তৈরি করেন গোলক

Last Updated:

ঘরে ইতিউতি ছড়ানো শোলার টুকরো৷ নিবিষ্ট মনে একটি শোলার উপর কারুকার্য করে চলেছেন গুসকরার গোলক ও তাঁর স্ত্রী। পুজোর মরশুমে এই সময়টা শ্বাস নেওয়ার ফুরসত্ মেলে না গুসকরার গোলক ও তাঁর পরিবারের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পূর্ব বর্ধমান : ঘরে ইতিউতি ছড়ানো শোলার টুকরো৷ নিবিষ্ট মনে একটি শোলার উপর কারুকার্য করে চলেছেন গুসকরার গোলক ও তাঁর স্ত্রী। পুজোর মরশুমে এই সময়টা শ্বাস নেওয়ার ফুরসত্ মেলে না গুসকরার গোলক ও তাঁর পরিবারের। তাঁর তৈরি শোলার সাজ চড়ে কলকাতার বড়ো বড়ো প্রতিমার গায়ে৷ সমবয়সীদের মধ্যে বেশির ভাগই এই পেশা ছেড়ে দিয়েছেন৷ নতুন প্রজন্মের মধ্যেও এ নিয়ে তেমন আগ্রহ নেই৷ তবে শোলার কাজে ঐতিহ্য ধরে রেখেছেন তিনি৷ ছ মাস কাজ করে, বছরের আর বাকি ছ’মাস কোনও উপার্জনই হয় না গোলকের। ছেলে বউ নিয়ে সংসার চালানো কার্যত দুষ্কর হয়ে ওঠে তাঁর কাছে।
advertisement

সত কষ্ট হলেও এই পেশা ছেড়ে দেওয়ার কথা ভাবেননি তিনি। এখনও পর্যন্ত কোনও ভাবে সাহায্য আসেনি সরকারের পক্ষ থেকে। তা নিয়ে দুঃখ প্রকাশ করছেন গোলক খাঁ। সেই ১৫ বছর বয়স থেকে প্রতিমার ডাকের সাজ করছেন গোলক। এরপর বিবাহিত জীবনে পা দিয়েছেন স্ত্রীকে শিখিয়েছেন ডাকের সাজ। এভাবেই সংসারে এসেছে ছেলে মেয়ে তাদেরকেও ডাকের সাজের কাজে যুক্ত করেছেন গোলক। পরিবারের সকলে মিলেই ডাকের সাজ করেন এখনও।

advertisement

আরও পড়ুনঃ দু'বছর পর ফের দূরশিক্ষা বিভাগ চালু হল বর্ধমান বিশ্ববিদ্যালয়ে

কিন্তু কখনও শ্রমিক দিয়ে কাজ করানোর কথা ভাবতেও পারেননি এই গোলক খাঁ। কারণ পুজোর মরশুমে দুর্গা, কালী, জগদ্ধাত্রী মিলিয়ে ৩০ থেকে ৪০ টি প্রতিমার ডাকের সাজের বায়না পান তিনি। তা দিয়ে টেনেটুনে সারা বছর চলে যায় সংসার। তাই বাইরে থেকে লোক এনে কাজ করিয়ে বাড়তি খরচ করার কথা ভাবতেই পারেন না গোলক বাবু। গোলক খাঁ এর কথায়, এই কাজে এমনিতেই খাটুনি বেশি৷ অথচ সেই অনুযায়ী পারিশ্রমিক মেলে না৷

advertisement

View More

আরও পড়ুনঃ সেজে উঠেছে বর্ধমানের প্রাণকেন্দ্র কার্জন গেট

 

 

তাই নতুন প্রজন্ম আর আগ্রহ দেখাতে চাইছেন না৷ বরং তাঁরা অন্য কোনও কাজের সন্ধানে বেরিয়ে যাচ্ছেন৷ তবে এই পেশাটাকে ভালোবাসেন তাই এই পেশাকে আঁকড়ে ধরে রেখেছেন৷ আগে দুর্গা পূজো কালী পুজোয় ৩০ টার বেশি প্রতীমার বায়না আসতো। তবে এখন শারীরিক ক্ষমতা কমে যাওয়ায় বেশি কাজ করতে পারেন না তিনি।

advertisement

 

 

সেরা ভিডিও

আরও দেখুন
যা নেবেন মাত্র ৫ টাকা! বিজয়ার মিষ্টির সাবেকি স্বাদ পেতে হলে যেতে হবে এখানে, কোথায় জানেন
আরও দেখুন

Malobika Biswas

বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Purba Bardhaman News: আয় না থাকলেও ভালোবাসায় আজও ডাকের সাজ তৈরি করেন গোলক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল