West Bengal Panchayat Election Result 2023 (পশ্চিমবঙ্গ পঞ্চায়েত নির্বাচনের ফলাফল) Live Updates
আরও পড়ুন: পুনর্নির্বাচনে দুপুর পর্যন্ত মালদহে ভোট পড়ল ১৮.১৫ শতাংশ
রায়নার পলাশন অঞ্চলের মাঠ নুরপুর বুথে শনিবার অশান্তি পাকানোর চেষ্টার অভিযোগ ওঠে। গ্রামবাসীরা এই ঘটনায় রায়না-১ ব্লক তৃণমূলের সভাপতি বামদেব মণ্ডলের অনুগামীদের দিকে অভিযোগের আঙুল তোলেন। পাশাপাশি পঞ্চায়েতের বিদায়ী উপপ্রধান শামসুদ্দিন এই হামলার পিছনে ছিল বলে দাবি। ভোটের দিন বহিরাগত দুষ্কৃতীদের দলটি এলাকার যত তাণ্ডব চালায়। তাদের সঙ্গে সংঘর্ষ বাঁধে গ্রামের মানুষের। বোমার আঘাতে হন চারজন গ্রামবাসী। এর মধ্যে শেখ আজাদ ও শেখ গাফ্ফর আলির আঘাত গুরুতর।
advertisement
গোটা ঘটনায় ব্যাপক ক্ষুব্ধ হয় পূর্ব বর্ধমানের এই গ্রামের বাসিন্দারা। অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে তাঁরা সোচ্চার হন। গ্রামবাসীদের দাবি, পঞ্চায়েত ভোটের আগে তাঁরা দুর্নীতি ও অনুন্নয়নের অভিযোগে সোচ্চার হয়েছিলেন। সেই কারণেই ভোটের দিন দুষ্কৃতী হামলা হয়েছে। তবে অভিযোগ পেয়েই তৎপর হয়ে ওঠে পুলিশ। গ্রামে কড়া পাহারা বসানোর পাশাপাশি অভিযুক্তদের সন্ধানে শুরু হয় তল্লাশি। সোমবার তাদের ১৪ জনকে গ্রেফতার করে পুলিশ।