Malda News: পুনর্নির্বাচনে দুপুর পর্যন্ত মালদহে ভোট পড়ল ১৮.১৫ শতাংশ

Last Updated:

হবিবপুর বাদে মালদহের বাকি সব ব্লকের কিছু করে বুথে পুনর্নির্বাচন হচ্ছে। তবে সকাল থেকেই ভোটদানের হার বেশ কম

মালদহ: শনিবার ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের দিন মুর্শিদাবাদের পাশাপাশি মালদহতেও রক্ত ঝড়েছিল। প্রতিবেশী এই দুই জেলাতেই এবারের পঞ্চায়েত নির্বাচনে হিংসার ঘটনা সবচেয়ে বেশি। আর এই দুই জায়গাতেই শাসক দল তৃণমূল বাম-কংগ্রেসের প্রবল বাধার মুখে পড়েছে। রবিবার সন্ধেয় রাজ্য নির্বাচন কমিশন বাংলার কোন বুথগুলোতে পুনর্নির্বাচন হবে তার তালিকা প্রকাশ করে। ১৭৫ টি বুথে পুনর্নির্বাচন নিয়ে তালিকার একেবারে শীর্ষে আছে মুর্শিদাবাদ। এর পরই নাম আছে মালদহের। জেলার ১১২ টি বুথে আজ পুনর্নির্বাচন হচ্ছে।
একমাত্র হবিবপুর ছাড়া মালদহের প্রতিটি ব্লকের কিছু না কিছু বুঝে সোমবার পুনর্নির্বাচন হচ্ছে। সকাল ৭ টা থেকেই ভোট গ্রহণ শুরু হয়েছে।এদিন কেন্দ্রীয় বাহিনীকে দেখা যাচ্ছে বিভিন্ন বুথের নিরাপত্তার দায়িত্বে। তবে ভোটের দিনের মতো উৎসাহ নেই পুনর্নির্বাচনকে ঘিরে। দুপুর পর্যন্ত মালদহের যে ১১২ টি বুথে পুনর্নির্বাচন হচ্ছে সেখানে ভোট পড়েছে মাত্র ১৮.১৫ শতাংশ।
advertisement
advertisement
উল্লেখ্য মালদহে সর্বত্রই জোরদার ত্রিমুখী লড়াই হচ্ছে। এই জেলায় শাসকদল তৃণমূলের পাশাপাশি বিরোধী বাম, কংগ্রেস ও বিজেপি সকলেরই কিছু না কিছু শক্তি আছে। এখন দেখার পুনর্নির্বাচনে জেলায় শেষ পর্যন্ত কত ভোট পড়ে। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী বিকেল পাঁচটা পর্যন্ত ভোটের লাইনে দাঁড়ানো যাবে।
view comments
বাংলা খবর/ খবর/মালদহ/
Malda News: পুনর্নির্বাচনে দুপুর পর্যন্ত মালদহে ভোট পড়ল ১৮.১৫ শতাংশ
Next Article
advertisement
Samir Putatunda: প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
  • প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড৷

  • ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ৷

  • শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement