Jalpaiguri News: প্রাণ বাঁচাতে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে! ট্রেনের বাথরুম থেকে ধরা পড়ল অবৈধ অনুপ্রবেশকারী

Last Updated:

পঞ্চায়েত ভোট চলার মধ্যেই ট্রেনের বাথরুম থেকে ধরা পড়ল অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি যুবক! ঘটনার কথা জানাজানি হতেই ছড়াল ব্যাপক চাঞ্চল্য

জলপাইগুড়ি: পঞ্চায়েত ভোট চলাকালীন ট্রেনের বাথরুম থেকে রহস্যজনকভাবে উদ্ধার বাংলাদেশি যুবক। মহরম আলি (২৮) নামে ওই যুবককে হলদিবাড়ি স্টেশনের ট্রেনের বাথরুম থেকে তৎক্ষণাৎ গ্রেফতার করে আরপিএফ। ভারতে আসার ভিসা বা অন্য কোনও বৈধ কাগজপত্র দেখাতে পারেনি সে। পঞ্চায়েত ভোটের মধ্যে কীভাবে একজন বাংলাদেশি যুবক বেআইনিভাবে সীমান্ত পেরিয়ে রাজ্যের ঢুকে পড়ে বেশ কিছুদিন এদিক-ওদিক ঘুরে বেড়ালো তা নিয়ে প্রশ্ন উঠছে।
মহরম আলি নামে ওই যুবককে জেরা করে জানা গিয়েছে, দিন ১৬ আগে সে কাঁটাতারের বেড়া পেরিয়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে। এরপর জলপাইগুড়ির বিভিন্ন এলাকায় ঘুরে বেড়িয়েছে। সোমবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে হলদিবাড়ি স্টেশনে দাঁড়িয়ে থাকা অবস্থায় একটি প্যাসেঞ্জার ট্রেনের বাথরুম থেকে তাকে গ্রেফতার করে আরপিএফ। জেরায় মহরম আলি নামে ওই যুবক জানায়, তার বাবার নাম মহম্মদ রমিজ আলি। বাড়ি সিলেট শহরের হাবিগঞ্জ থানা এলাকায়।
advertisement
advertisement
ওই যুবকের দাবি, তাকে হত্যা করবে বলে কয়েকজন ভয় দেখিয়েছিল। তাই নিজের প্রাণ বাঁচাতে ইদুজ্জোহার দু’দিন আগে সীমান্ত পেড়িয়ে ভারতে পালিয়ে আসে। এদেশে অনুপ্রবেশের পর সে হলদিবাড়ি, জলপাইগুড়ি, নিউ জলপাইগুড়ির বিভিন্ন এলাকায় ঘুরে বেড়িয়েছে। দু’সপ্তাহের বেশি সময় ধরে বৈধ কাগজপত্র ছাড়া বাংলাদেশের একটি যুবক উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ালো অথচ বিষয়টি প্রশাসনের নজরে এল না কেন তা নিয়ে প্রশ্ন উঠছে। বিশেষ করে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন চলার সময় কীভাবে এই বিষয়টি ঘটল তা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। পাশাপাশি ওই যুবক সত্যি কথা বলছে নাকি তার আসল উদ্দেশ্য অন্য সেটা ভালো করে খতিয়ে দেখছেন গোয়েন্দারা।
advertisement
সুরজিৎ দে
view comments
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri News: প্রাণ বাঁচাতে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে! ট্রেনের বাথরুম থেকে ধরা পড়ল অবৈধ অনুপ্রবেশকারী
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement