West Bengal Panchayat Election Result 2023 (পশ্চিমবঙ্গ পঞ্চায়েত নির্বাচনের ফলাফল) Live Updates
West Bengal Panchayat Election Result 2023 (পশ্চিমবঙ্গ পঞ্চায়েত নির্বাচনের ফলাফল ) Check LIVE
তবে আজ আবার নতুন করে পূর্বস্থলী দু’নম্বর ব্লকের মুকশিমপাড়া পঞ্চায়েতের বোধসা স্কুলের ১০২ নম্বর এবং ১০২ এর KA দুটি বুথের নির্বাচন হচ্ছে।
advertisement
আরও পড়ুনঃ ভোটের বলি রাজিবুল, ‘বাবা আর ফিরবে না?’, হাপুস নয়নে কাঁদছে সাড়ে ৩ বছরের ছোট ছেলে
এই প্রসঙ্গে ৪৫ নম্বর ZP সহ সভাপতি জানিয়েছেন, “৮ই জুলাই ২০২৩ এখানে ভোট ছিল পঞ্চায়েত ভোট সেই মোতাবেক সকাল থেকে ভোট শুরু হয় । কিন্তু সিম্বল ভুল ছিল দেখা গেছে পদ্মর জায়গায় কাস্তে হয়ে গেছে এবং কাস্তের জায়গায় পদ্ম হয়ে গেছে। তাতে করে আমরা ভোট বন্ধ রাখি এবং পুনরায় আবেদন করা হয় রি পোলিং এর জন্যে। মাননীয় বিডিও মহাশয় কথা রেখেছেন । এখন নির্বাচন হচ্ছে এবং সেন্ট্রাল ফোর্স দিয়েই হচ্ছে।”
আরও পড়ুনঃ টাকা না দিলে ভোট হবে না! কীসের টাকা? বর্ধমানে বিরাট শোরগোল
সকাল থেকেই এদিন ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায় বুথের বাইরে ও ভেতরে। রয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও । একই সঙ্গে রয়েছে রাজ্য পুলিশ ও সিভিক ভলেন্টিয়াররা। শান্তিপূর্ণ ভাবে এখন ভোট হচ্ছে ।
Bonoarilal Chowdhury