Panchayat Election 2023: ভোটের বলি রাজিবুল, 'বাবা আর ফিরবে না?', হাপুস নয়নে কাঁদছে সাড়ে ৩ বছরের ছোট ছেলে
- Reported by:BONOARILAL CHOWDHURY
- news18 bangla
- Published by:Rukmini Mazumder
Last Updated:
দুই ছেলেকে নিয়ে দিশেহারা সিপিআইএম কর্মী মৃত রাজিবুলের স্ত্রী
পূর্ব বর্ধমান, আউশগ্রাম: পঞ্চায়েত ভোটের আগের দিনই উত্তপ্ত হয়ে উঠেছিল পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম। ভোটের দিনই মৃত্যু হয় সিপিআইএম কর্মী রাজিবুল হকের । শুক্রবার পূর্ব বর্ধমানের আউশগ্রাম-২ নম্বর ব্লকের বিষ্ণুপুর প্রাথমিক বিদ্যালয়ের ৭ নম্বর বুথে তৃণমূল-সিপি আইএম-এর কর্মী সমর্থকদের সংঘর্ষে রাজিবুল হক জখম হন বলে অভিযোগ। প্রথমে তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে গভীর রাতে তাঁকে কলকাতার এনআরএস-এ স্থানান্তরিত করা হয়। ভোটের দিন সকালে মৃত্যু হয় তাঁর।
মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, রাজিবুল-রা মোট চার ভাই। তবে রাজিবুল নিজে গ্রামে থাকতেন না। মুম্বইয়ে রাজমিস্ত্রির কাজ করতেন। রাজিবুল বিভিন্ন অনুষ্ঠান অথবা পরবেই শুধুমাত্র গ্রামে ফিরতেন। রাজিবুলের দুই ছেলে। বড় ছেলে শেখ রাহানের বয়স ১০ বছর, ছোট ছেলে আয়ুশ সাড়ে তিন বছরের। পরিবারে আছে স্ত্রী আনারকলি, মা আনিশা বিবি এবং বাবা শেখ মোজাম্মেল।
advertisement
advertisement
রাজিবুলের বাড়ি আউশগ্রাম ২ নম্বর ব্লকের বিষ্ণুপুর গ্রামের ডাঙাপাড়ায়। মৃত রাজিবুল হকের ভাই আজহারউদ্দিনের অভিযোগ, বুথে ভোটকর্মীরা ঢুকলে তাঁরা ভোটকর্মীদের বলতে গিয়েছিলেন, যাতে নিরপেক্ষ ভাবে ভোট করা হয়। তখন হঠাৎই তৃণমূলেরর কর্মী-সমর্থক ও কিছু নেতা লাঠি রড, ইট-পাটকেল নিয়ে তাঁদের উপর চড়াও হণ। রডের আঘাতে রাজিবুল ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। অনেকক্ষণ পর তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রাতেই তাঁকে রেফার করা হয় কলকাতার এনআরএস হাসপাতালে। সেখানেই শনিবার সকালে অর্থাৎ ভোটের দিন তাঁর মৃত্যু হয়।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Jul 09, 2023 11:13 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Panchayat Election 2023: ভোটের বলি রাজিবুল, 'বাবা আর ফিরবে না?', হাপুস নয়নে কাঁদছে সাড়ে ৩ বছরের ছোট ছেলে










