উদ্ধোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিনের বিধায়ক খোকন দাস, উত্তরের বিধায়ক নিশীথ কুমার মালিক, জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা, জেলা পরিষদের সহকারি সভাধিপতি দেবু টুডু, বর্ধমান শহর তৃণমূল কংগ্রেস জয়হিন্দ বাহিনীর সভাপতি পল্লব দাস, যোগেশ্বর দাস বৈরাগ্য সহ তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর সহ অনান্য নেতারা।
আরও পড়ুন: নিউ ইয়ার রেজুলেশন 'পরিবেশ বাঁচানো'!
advertisement
আয়োজকদের তরফ থেকে জানানো হয়েছে, নীলপুর যুব উৎসবে শুধুই যে নাচ-গানের অনুষ্ঠান হবে তা নয়, নানা ধরনের প্রতিযোগিতাও আয়োজিত হবে। এই উৎসব ময়দানে রয়েছে খাবারের স্টলের সমহার। বাহারে আহারে খাদ্য মেলা অনুষ্ঠিত হচ্ছে এখানে।
এই যুব উৎসবের মূল উদ্যোক্তা রাসবিহারী হালদার জানান, নীলপুরের মানুষদের অনেকদিনের ইচ্ছে ছিল এখানে একটা উৎসব অনুষ্ঠিত হোক। তাই এই উৎসবের আয়োজন করা হয়েছে। তার সঙ্গে আমরা যুবকদের কথা ভেবে এই উৎসবের নাম দেওয়া হয়েছে নীলপুর যুব উৎসব। রাজনৈতিক ব্যক্তি এই উৎসবের মূল সংগঠক হলেও সব দলের মানুষই এখানে অংশ নিচ্ছেন।
মালবিকা বিশ্বাস