এদিন সংস্থার পক্ষ থেকে কন্যাদায় গ্রস্থ পিতার হাতে আর্থিক সহায়তা তুলে দেন হরি গুরুচাঁদ মতুয়া সেবা সংঘের কোষাধ্যক্ষ মনিমোহন মন্ডল। শুধুই এই কন্যা দায়গ্রস্ত পিতার হাতে যে টাকা তুলে দিয়েছে সংস্থা তা নয়। এর আগেও সংস্থা পক্ষ থেকে দুঃস্থ ও অসহায় পরিবারের ছেলেমেয়েদের বিনা পয়সায় শিক্ষা দান করা, পঠন-পাঠনের যাবতীয় সামগ্রী বিতরণ করা হয়েছে । পাশাপাশি অসহায় মানুষের চিকিৎসার জন্য একাধিক বার আর্থিক সহায়তা প্রদান করেছে ।
advertisement
আরও পড়ুনঃ বর্ধমান পৌরসভার উদ্যোগে শুরু কালনা গেটের টানেল সংস্কারের কাজ শুরু
তবে এদিনের এই কর্ম উদ্যোগের ফের নতুন করে হরিগুরুচাঁদ মতুয়া সেবা সংঘ এক দৃষ্টান্ত স্থাপন করল। কন্যা দায়গ্রস্ত পিতা উত্তম শর্মা বলেন, মেয়ের বিয়ে দিন স্থির হওয়ার পর তিনি যোগাযোগ করেন কৃষ্ণপদ বিশ্বাসের সঙ্গে। এরপর সেই মতো মতুয়া সেবা সংঘের পক্ষ থেকে তাকে আর্থিক সাহায্য করা হল । এই সাহায্য পেয়ে তিনি খুশি।
Malobika Biswas