Purba Bardhaman News: বর্ধমান পৌরসভার উদ্যোগে শুরু কালনা গেটের টানেল সংস্কারের কাজ শুরু

Last Updated:

দীর্ঘক্ষণ কালনা গেটের রেল গেট পড়ে থাকার কারণে বর্ধমান শহর থেকে কালনা গেটের ওপার যেতে হলে শহরবাসীর একমাত্র রাস্তা কালনাগেটের রেলওয়ে আন্ডার পাস চ্যানেল। কিন্তু সেই চ্যানেলের ভেতর একটু বৃষ্টি হলেই দীর্ঘদিন ধরে জল জমে থাকত।

+
title=

#পূর্ব বর্ধমান : দীর্ঘক্ষণ কালনা গেটের রেল গেট পড়ে থাকার কারণে বর্ধমান শহর থেকে কালনা গেটের ওপার যেতে হলে শহরবাসীর একমাত্র রাস্তা কালনাগেটের রেলওয়ে আন্ডার পাস চ্যানেল। কিন্তু সেই চ্যানেলের ভেতর একটু বৃষ্টি হলেই দীর্ঘদিন ধরে জল জমে থাকত। এমনকি নর্দমার জলও টানেলের ভেতর প্রবেশ করত। তবে বর্তমানে বর্ধমান পৌরসভা ওই টানেল সংস্কার করার উদ্যোগ নিয়েছে।আপাতত চলছে সেই কাজ। ১৮ ই নভেম্বর থেকে শুরু হয় সেই কাজ। চলবে দুই থেকে তিন সপ্তাহ পর্যন্ত টানেলের কাজের জন্য টানেল বন্ধ থাকবে।
ইতমধ্যেই এনিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। টানেলের বাইরে লাগানো হয়েছে নোটিশ। টানেল সংস্কারের ফলে বর্তমানে সাধারণ মানুষকে ঘুরপথে যেতে হচ্ছে। এই বিষয়ে বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার জানান, অনেক আগেই কাজ শুরু হয়েছে। টেন্ডার হয়েছিল আগেই। প্রায় সাত লক্ষ টাকার কাছাকাছি টেন্ডার করা হয়েছিল। সাধারণ মানুষের অসুবিধা হচ্ছিল।
আরও পড়ুনঃ দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত মেরামতের দাবি স্থানীয়দের
সুড়ঙ্গের মধ্যে একবার জল দাঁড়িয়ে গেলে সাত দিন দশ দিন ধরে সেই জল আর সরত না। বিভিন্ন কারণে সাধারণ মানুষের অসুবিধা দূর করার জন্য আবেদনপত্র জমাও পড়েছিল। সেই মত পৌরসভার উদ্যোগে যাতে ওই সুড়ঙ্গে আর জল জমতে না পারে এদিকেই নজর দেওয়া হচ্ছিল। তার জন্য কাজ শুরু করা হয়েছে। কাজটা আরম্ভ হয়েছে তবে কবে শেষ হবে তা সঠিক করে বলা যাচ্ছে না। এর আগে এই টানেলের সমস্যা নিয়ে পথে নেমেছিল স্থানীয়রা।
advertisement
advertisement
আরও পড়ুনঃ বিক্ষোভের জেরে বন্ধ হয়ে গেল মাছ বিক্রি! ক্ষতি হল লক্ষাধিক টাকা
বিক্ষোভ দেখিয়েছিল বাসিন্দারা। খবর পেয়ে পৌরসভা ও বিধায়ক এসেছিলেন টানেল প্রদর্শনে।অবশেষে শুরু হল টানেলের কাজ। এই কাজ শুরু হওয়ায় এলাকায় খুশির হাওয়া। পৌরসভার এই উদ্যোগে খুশি হয়েছে সাধারণ মানুষ। দীর্ঘদিনের এই সমস্যা থেকে মুক্তি পাবেন সাধারণ মানুষ।
advertisement
Malobika Biswas
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Purba Bardhaman News: বর্ধমান পৌরসভার উদ্যোগে শুরু কালনা গেটের টানেল সংস্কারের কাজ শুরু
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement