Chaat Puja : নারকেলের দাম শুনলে আকাশ থেকে পড়বেন, কুলো যেন মহার্ঘ্য! ছট পুজোর আগে বাজারে আগুন
- Published by:Nayan Ghosh
- hyperlocal
- Reported by:Sayani Sarkar
Last Updated:
Chaat Puja : ছট পুজোর বাজার আগুন। পুজো সামগ্রী থেকে কুলো, নারকেল দাম বেড়েছে রেকর্ড পরিমাণে। কয়েক বছরের ছট পুজোর বাজারের রেকর্ড ভেঙে দিতে চলেছে এবছরের ছট পুজো।
ছট পুজোর বাজার আগুন। পুজো সামগ্রী থেকে কুলো, নারকেল দাম বেড়েছে রেকর্ড পরিমাণে। শনিবার থেকে সূচনা হয়েছে ছট পুজোর। কিন্তু রীতিমত গত কয়েকবছরের ছট পুজোর বাজারের রেকর্ড ভেঙে দিতে চলেছে এবছরের ছট পুজো। জিনিসপত্রের দাম শুনলে রীতিমতো ভিমড়ি খাওয়ার জোগাড়। <strong>(ছবি ও তথ্য: সায়নী সরকার)</strong>
advertisement
advertisement
advertisement
বর্ধমানের ঘোড়দৌড়চটি এলাকার বাসিন্দা ইলাবতী চৌধুরী বলেন, বর্ধমানের রাণীগঞ্জ বাজার থেকে ছট পুজোর সামগ্রী কিনতে এসেছিলাম। জিনিসপত্রের দাম শুনে রীতিমত দাঁড়িয়ে ভাবতে হচ্ছে কি কিনব। সব জিনিসপত্রের দাম অত্যাধিক হারে বেড়েছে এবার। ছটপুজোর অন্যতম অঙ্গ কুলোর দাম যা গতবার ছিল ৬০-৮০ টাকা, এবার তা এখনও পর্যন্ত বেড়ে দাঁড়িয়েছেন ১২০-১৩০ টাকা। সবথেকে দাম বেড়েছে নারকেলের। দাম বাড়ায় পুজো বন্ধ হবে না ঠিকই, কিন্তু আয়োজনে টান দিতে হচ্ছে। দাম বাড়ায় আয়োজন কম করে করতে বাধ্য হচ্ছি।
advertisement
রাণীগঞ্জ বাজারের প্রায় ৪০ বছরের ব্যবসায়ী অমিয় কুমার দে জানান, সাধারণত ছট পুজোর জন্য বিশেষ ধরণের এই কুলো বর্ধমান বাজারে আসে দুমকা এবং ২৪ পরগণা থেকে। কিন্তু এবারে বৃষ্টিজনিত কারণে আমদানি কম হওয়ার কারণে শুরু থেকেই কুলোর দাম চড়া। তাঁরা তাঁদের চাহিদামত এবারে সরবরাহ পাননি। ফলে দাম চড়েছে। চাহিদা বাড়লে আগামী ২দিনে এই দাম আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।
advertisement
