স্থানীয়দের অভিযোগ, পোল্ট্রি ফার্মের মালিক শৈলেন দাসের গাফিলতির কারণে এই মৃত্যু ঘটেছে। তিনি পোল্ট্রি ফার্মে এইভাবে বৈদ্যুতিক তার ফেলে রেখেছিলেন। জানা গেছে, পোল্ট্রি ফার্মের মুরগি খেয়ে নেয় কুকুর, শিয়ালে। আর তা বন্ধ করার জন্যই তিনি এই ইলেকট্রিক তার বিছিয়ে রেখেছিলেন। কিন্তু এই ভুলের জন্য প্রাণ গেল ওই গৃহবধূর। ঘটনার জেরে মৃতদেহ নিয়ে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। পুলিশের আশ্বাসে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। এরপর মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
advertisement
ওই গৃহবধূর মেয়ে বুল্টি দাস জানান, "আমার মা মারা গেছে, আমার মাকে আর ফিরে পাবো না । কিন্তু ক্ষতিপূরণের দাবিতে আমরা রাস্তায় বসেছি।" তবে পুলিশ সূত্রে খবর, এখনো কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি থানায়। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। সমগ্র ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
Malobika Biswas