তবে ওই মাটির নীচে ঘর বেশ ভয়ের বলে জানিয়েছেন এলাকার বুদ্ধি সম্পন্ন ব্যক্তিরা। কারণ, ওই মাটির নীচে ঘরটি রয়েছে গ্রাম থেকে বেশ কিছুটা দূরে মাঠের মধ্যে। মাটির নীচে ঘরে যে কোন সময় বিষধর সাপ বা অন্য কোন হিংস্র জন্তু থাকার আশঙ্কা রয়েছে। না জেনে ঘরের মধ্যে ঢুকলে বিপদ ঘটার সম্ভাবনা থাকতে পারে বলে তাদের অভিমত। এই নানা প্রশ্নের মধ্যেও, এই ছোট্ট ছোট্ট বাচ্চারা এত সুন্দর একটা ঘর বানিয়েছে তা দেখে এলাকার সমস্ত মানুষ প্রশংসা করছেন।
advertisement
স্থানীয় বাসিন্দা শেখ দিলদার বলেন, নিজেদের ইচ্ছেতে বাচ্চাগুলি যে ঘর বানিয়েছে তা সত্যিই প্রশংসনীয়। ঘরের যে ডিজাইন করা হয়েছে তাও সুন্দর ভাবে ফুটিয়ে তোলা হয়েছে। সোশ্যাল সাইটে দেখে এত সুন্দর যদি ঘর বানাতে পারে বাচ্চারা, তাহলে তারা আরও অনেক কিছু বানাতে পারবে।
Malobika Biswas
Location :
First Published :
May 13, 2022 9:04 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
East Bardhaman News- মাটির নীচে ঘর বানিয়ে ফেলল চার বালক! দেখলে তাক লেগে যাবে!