TRENDING:

East Burdwan News: এবার পূর্ব বর্ধমান জেলায় জল ব্যবসায়ীদের জন্য বড় সুযোগ

Last Updated:

জেলার মধ্যে সর্বপ্রথম কুড়ি লিটারের কন্টেনার প্রস্তুতকারক হিসেবে পথ চলা শুরু করেছে কাটোয়ার বিএমএস বেঙ্গল ইন্ডাস্ট্রি। তাদের তৈরি ব্র্যান্ড হাইড্রপেট। সেই জায়গায় দাঁড়িয়ে ব্যাবসায়ীদের সুবিধা হবে বলে আশাবাদী কোম্পানি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্ব বর্ধমান, কাটোয়া: এবার পূর্ব বর্ধমান জেলায় জলের ব্যবসায়ীদের জন্য বড়ো সুযোগ। পূর্ব বর্ধমানে গড়ে উঠেছে জলের কন্টেনার প্রস্তুতকারী প্ল্যান্ট। জেলার মধ্যে সর্বপ্রথম কুড়ি লিটারের কন্টেনার প্রস্তুতকারক হিসেবে পথ চলা শুরু করেছে কাটোয়ার বিএমএস বেঙ্গল ইন্ডাস্ট্রি। তাদের তৈরি ব্র্যান্ড হাইড্রপেট। পূর্ব বর্ধমান জেলার কাটোয়ায় গড়ে উঠেছে এই প্লান্ট। বর্তমানে গ্রামীন এলাকায় বহু মানুষ প্যাকেজ ড্রিংকিং ওয়াটারের দিকে ঝুকছেন। ফলে, চাহিদা বাড়ছে জলের কন্টেইনারের। সেই জায়গায় দাঁড়িয়ে ব্যাবসায়ীদের সুবিধা হবে বলে আশাবাদী কোম্পানি।
advertisement

এই কোম্পানির ডিরেক্টরের কথায়, পূর্ব বর্ধমান জেলায় কোথাও এই কুড়ি লিটার কন্টেনার তৈরী হয় না। ফলে ব্যাবসায়ীদের ক্ষেত্রে এটি সুবিধাজনক হবে।

আরও পড়ুনঃ ২৫ টাকার আইসক্রিম কিনে ৫০০ টাকার নোট! বিক্রেতা খুচরো চাওয়ায় ছুরি দিয়ে যা করল ক্রেতা! শুনলে চোখ কপালে উঠবে

কন্টেনার প্রস্তুতকারী কোম্পানি বিএমএস বেঙ্গল ইন্ডাস্ট্রির ডিরেক্টর সৌম্যরুদ্র ব্যানার্জি জানিয়েছেন, “এই যে প্রোডাক্ট আমরা তৈরী করছি এটা সবথেকে বেশি পারচেস হয় কলকাতা থেকে। পূর্ব বর্ধমান জেলা এবং পার্শ্ববর্তী কিছু জেলা আছে যারা এই প্রোডাক্ট কলকাতা থেকেই নিয়ে আসে।

advertisement

View More

জেলাতে এই ফ্যাক্টরি ওপেন হওয়াতে আসা করেছি কাছাকাছি এই প্রোডাক্ট পেয়ে গেলে ব্যাবসায়ীদের সুবিধা হবে, ট্রান্সপোর্টের টাকা তাদের লাগবে না এবং দামও অনেক কম পড়বে ।”

এই ইন্ডাস্ট্রি প্রোডাক্টের গুণমানের সাথে কোনরকম আপোষ করবে না বলেও জানিয়েছেন তিনি। সেই সাথে তিনি এও জানিয়েছেন ইতিমধ্যেই অনেক আবেদন জমা পড়েছে ডিলারশিপ ও প্রোডাক্ট নেওয়ার জন্য।

advertisement

আগামী সপ্তাহ থেকে শুরু হবে এই প্রোডাক্টের ডিলারশিপ দেওয়ার প্রক্রিয়া। তবে এই কোম্পানি থেকে যারা ডিলারশিপ নেবেন তাদের ক্ষেত্রেও বেশ কিছু ক্রাইটেরিয়া রাখা হয়েছে এই সংস্থার তরফে।

আরও পড়ুনঃ প্রতিশ্রুতি মতো রাস্তা তৈরির কাজ শুরু করলেন বিধায়ক

তাদের মতে, “যেখানে আমাদের ব্র্যান্ডের নাম জড়িয়ে থাকছে সেক্ষেত্রে আমরা অবশ্যই লক্ষ্য রাখব যাতে কোনো খারাপ প্রভাব না পড়ে। এই প্রোডাক্টের এক গ্রাহকের কথায়, আগে কলকাতা থেকে প্রোডাক্ট নিয়ে আসতাম ।

advertisement

জেলার মধ্যে এই প্ল্যান্ট তৈরী হওয়ায় সত্যিই সুবিধা হয়েছে , কারণ এখন সময় নষ্ট করে আর বাইরে যেতে হয়না, ট্রান্সপোর্ট খরচাও লাগে না এবং দামও অনেকটাই কম পড়ছে । আশা করছি অন্যান্য ব্যাবসায়ীদের জন্যও এটা অনেক সুবিধা হবে, প্রোডাক্ট এর কোয়ালিটিও যথেষ্ট ভাল আছে।”

জেলার এর মধ্যে প্লান্ট গড়ে ওঠায় কমবে, ব্যবসায়ীদের পরিবহন খরচ। ফলে আপস করতে হবে না প্রোডাক্টের গুনমানের সাথে। এই প্ল্যান্টের ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে কোম্পানির ডিরেক্টর সৌম্য রুদ্র ব্যানার্জি জানিয়েছেন, “আগামীতে আমাদের লক্ষ্য আরো কর্মসংস্থান করা।

advertisement

বেশি কর্মসংস্থান করতে পারলে সেটা আমাদেরও ভালো লাগবে। ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে তিনি আরও বলেন, আমাদের টার্গেটও এটা যে যত বেশি আমরা কর্মসংস্থান তৈরী করতে পারবো সেটা আমাদেরও একটা অ্যাচিভমেন্ট।”

যারা ভবিষ্যতে হাইড্রপেটের ডিলারশিপ নিতে চাইবেন তারা ইন্টারনেট মারফত যোগাযোগ করতে পারবেন কোম্পানির সাথে। এছাড়া ফোনের মাধ্যমেও যোগাযোগ করা যাবে। ( যোগাযোগ – 8927477558 ) ইন্টারনেটে মিলবে সংস্থার ঠিকানা।

বর্তমানে এই প্ল্যান্টে ২০ এবং ১০ লিটারের কন্টেনার ও সাথে বাবেল ক্যাপ প্রস্তুত করা হচ্ছে। ব্যাবসায়ীদের জন্য এ এক বিশেষ সুবিধা প্রদান করবে বলে আশাবাদী এই প্রস্তুতকারক প্রতিষ্ঠান।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Bonoarilal Chowdhury

বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
East Burdwan News: এবার পূর্ব বর্ধমান জেলায় জল ব্যবসায়ীদের জন্য বড় সুযোগ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল