হোম /খবর /পূর্ব বর্ধমান /
প্রতিশ্রুতি মতো রাস্তা তৈরির কাজ শুরু করলেন বিধায়ক

Purba Bardhaman: প্রতিশ্রুতি মতো রাস্তা তৈরির কাজ শুরু করলেন বিধায়ক

X
title=

প্রতিশ্রুতি মত মঙ্গলকোটের পালিশগ্রামে শুরু হল ঢালাই রাস্তার কাজ, খুশি এলাকার মানুষ।

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

    পূর্ব বর্ধমান : প্রতিশ্রুতি মত মঙ্গলকোটের পালিশগ্রামে শুরু হল আজ থেকে ঢালাই রাস্তার কাজ খুশি এলাকার মানুষ। পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের পালিশগ্রামে বিধানসভা ভোটের আগে যখন গ্রামে ভোটের প্রচারে গিয়েছিলেন অপূর্ব চৌধুরী তখন গ্রামের মানুষজন আবদার করেছিলেন যে পালিশ গ্রামের পূর্ব পাড়া রাস্তা ঢালাই করে দিতে হবে । কারণ দীর্ঘ ৪০ বছর ধরে রাস্তার বেহাল অবস্থা রয়েছে। সেই সময় স্থানীয়দের অপূর্ব চৌধুরী কথা দিয়েছিলেন যে ভোট পর্ব মিটে গেলেই রাস্তা ঢালাই করে দেওয়া হবে। সেই কথামতো শুরু হল পালিশ গ্রামের পূর্ব পাড়ায় রাস্তা ঢালাই এর কাজ। খুশি এলাকার মানুষজন। এ বিষয়ে অঞ্চল তৃনমূল কংগ্রেসের সভাপতি, শেখ মোজাম্মেল হক জানান, বিধায়ক অপূর্ব চৌধুরী জানিয়েছিলেন যে পালিশ গ্রামের রাস্তাটি অবিলম্বে করে দিতে হবে। এরপরই তিনি গ্রাম পঞ্চায়েতের আধিকারিকের সঙ্গে কথা বলেন। আর ঢালাই রাস্তার কাজ শুরু করা হল। তিনি ধন্যবাদ জানিয়েছেন বিধায়ক অপূর্ব চৌধুরীকে। প্রসঙ্গত উল্লেখ্য, বৃষ্টি হলেই জল জমে যেত এই পালিশগ্রামের রাস্তায়। সমস্যায় পড়তেন স্থানীয়রা। দীর্ঘদিন ধরে এই কাঁচা রাস্তা দিয়েই যাতায়াত করছিলেন সকলে। তবে দিন দিন বাড়ছিল সমস্যা। বর্ষা কালে দূর্ঘটনার পরিমাণ বাড়তো। তাই ঢালাই রাস্তা তৈরির আবেদন জানিয়েছিলেন স্থানীয়রা। আর সেই দাবি মেনে এবার শুরু হল রাস্তা তৈরির কাজ। স্থানীয়রা বলেন, দাবি মেনে কথা রেখেছে বিধায়ক। খুব খুশি হয়েছেন তাঁরা। দীর্ঘদিনের সমস্যা থেকে এবার মুক্তি মিলবে বলে জানান স্থানীয়দের একাংশ।

    First published:

    Tags: Purba bardhaman