যত খুশি এসি চালান! এক টাকাও আসবে না বিদ্যুতের বিল! জানুন পদ্ধতি

গরমের দিনে এসি চালিয়ে রাখলে মুখে যেমন হাসি, ইলেকট্রিক বিল আসার পর তেমনই চোখে জল।

এসি একটা বসিয়ে নিতে অসুবিধা হয় না, মেনটেন্যান্স আর ইলেকটিরিক বিলটাই গলার কাঁটা হয়ে দাঁড়ায়।

এখন এসিও চলল, অথচ কারেন্টও পুড়ল না, তেমন কিছু একটার খোঁজ করলে হয় না? মানে সোলার এসি?

নাম শুনেই বোঝা যাচ্ছে যে এই এসি চলে সূর্যের আলোয়, ফলে ইলেকট্রিক ব্যবহারের প্রশ্ন যেমন নেই, তেমনই নেই চড়া ইলেকট্রিক বিল আসার হ্যাপাও।

 সবথেকে বড় কথা, এই এসি চালানোর জন্য সোলার প্যানেল, সোলার পাওয়ার ব্যাঙ্ক এবং ইলেকট্রিসিটি গ্রিড- তিনটেরই ব্যবহার করা যেতে পারে।

সূর্য থেকে যখন এই এসি চলার শক্তি পাবে, তখন স্বাভাবিক ভাবেই সোলার প্যানেল লাগবে। এই সোলার প্যানেল বসানো হবে বাড়ির ছাদে। 

সূর্য ডুবে গেলেও অসুবিধা নেই, কেন না, সোলার পাওয়ার ধরে রাখা যাবে এর ব্যাটারি স্টোরেজ ইউনিটে। অতএব, রাতেও শীতল হাওয়া গ্যারান্টি!

ইলেকট্রিক এসির মতোই এতেও অটো স্টার্ট মোড, টার্বো কুল মোড, ড্রাই মোড, স্লিপ মোড, অন-অফ টাইমার, অটো ক্লিন, স্পিড সেটিংস, রিমোটে গ্লো বাটন সব ফিচার পাওয়া যায়।

সোলার এসির দাম ইলেকট্রিক এসি-র থেকে বেশি, ঠিকঠাক একটা সোলার এসির দাম শুরুই হয় ৫০ হাজার টাকা থেকে।

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন