TRENDING:

Purba Bardhaman News: মৃতদেহ আটকে দর কষাকষি মর্গে! মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ মৃতের ছেলের

Last Updated:

এবার মৃতদেহ আটকে রেখে মৃতের পরিবারের কাছ থেকে ৫০০০ টাকা জোরপূর্বক আদায়ের অভিযোগ উঠল বর্ধমান হাসপাতাল মর্গ- এর কর্মীদের বিরুদ্ধে। এমনকি মৃত ব্যক্তির পরিবার সদস্যদের সঙ্গে অভব্য আচরণ করেন তারা ও ধমক দেওয়া হয় বলে অভিযোগ ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পূর্ব বর্ধমান : এবার মৃতদেহ আটকে রেখে মৃতের পরিবারের কাছ থেকে ৫০০০ টাকা জোরপূর্বক আদায়ের অভিযোগ উঠল বর্ধমান হাসপাতাল মর্গ- এর কর্মীদের বিরুদ্ধে। এমনকি মৃত ব্যক্তির পরিবার সদস্যদের সঙ্গে অভব্য আচরণ করেন তারা ও ধমক দেওয়া হয় বলে অভিযোগ । "এখানে টাকা ছাড়া কাজ হয় না , টাকা দিতেই হবে , শুধু শুধু দেরী করলে" এই কথাও শুনতে হয় মৃত শিক্ষকের ছেলেকে।
advertisement

ইতিমধ্যেই সদ্য পিতৃহারা পুত্র এই ঘটনার বিবরণ লিখে অভিযোগ জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, জেলাশাসক, পুলিশ সুপার, সভাধিপতি, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিককে। অভিযোগকারী মৃণালকান্তি কোলে। পূর্ব বর্ধমানের মেমারী থানার পাল্লারোড কাঁটাটিকর গ্ৰামের বাসিন্দা। সরকারী একটি দফতরের এহেন আচরণে মানসিকভাবে বিপর্যস্ত সদ্য পিতৃহারা সন্তান। গত ১ নভেম্বর পাল্লারোড মোড়ে দু নং জাতীয় সড়কে ট্রেলার চাকায় পিষ্ঠ হয়ে প্রাণ হারান প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক কৃষ্ণচন্দ্র কোলে।

advertisement

আরও পড়ুনঃ পাচারের আগেই আটক ১৩৫ বস্তা গম! গ্রেফতার দুই

পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে। সেখান থেকেই দেহ সৎকারের জন্য আনতে গিয়ে অপ্রীতিকর পরিস্থিতির মধ্যে পড়তে হয় প্রয়াত মাষ্টারমশাই এর ছেলে মৃণালকান্তি কোলেকে বলে অভিযোগ। তিনি লিখিত অভিযোগে জানিয়েছেন, মর্গে কর্মরত কর্মী অর্থাৎ ডোম যারা রয়েছে তারা দেহ হস্তান্তর এর আগে ৫০০০ টাকা দাবি করে। তা নিয়েই শুরু হয় বাগবিতণ্ডা। ধমক দিয়ে অভব্য আচরণ করে তারা মৃত শিক্ষকের ছেলে সহ অনান্যদের সঙ্গে।

advertisement

View More

আরও পড়ুনঃ ট্রাকের পিছনে ধাক্কা গাড়ির! আহত চালক সমেত চার বাংলাদেশী

এমনকি টাকা না দিলে দেহ হস্তান্তর করা হবে না বলেও হুমকি দেয় তারা বলে অভিযোগ। ২০০০ টাকা দিতে চাইলে ময়নাতদন্তের পর দেহ সেলাই না করেই দিয়ে দেওয়া হবে বলে জানিয়ে দেয় ডোম'রা । অবশেষে দরকষাকষি করে ৩৫০০ টাকা দিয়ে দেহ নিয়ে আসা হয় মর্গ থেকে বলে অভিযোগ পত্রে জানিয়েছেন মৃণালকান্তি কোলে। প্রশাসনিক হস্তক্ষেপ এর দাবি জানিয়ে প্রশাসনের সর্বস্তরে লিখিত অভিযোগ জানিয়েছেন তিনি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কামারপুকুর রামকৃষ্ণ মঠে বিরাট কালীপুজো, শ্যামবর্ণা দেবীর দর্শনে ভক্তের ঢল
আরও দেখুন

Malobika Biswas

বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Purba Bardhaman News: মৃতদেহ আটকে দর কষাকষি মর্গে! মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ মৃতের ছেলের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল