Purba Bardhaman News: পাচারের আগেই আটক ১৩৫ বস্তা গম! গ্রেফতার দুই
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
ভাতারের কুবাজপুর এলাকা থেকে অবৈধভাবে পাচার হয়ে যাওয়া ১৩৫ বস্তা রেশনের গম আটক গ্রেফতার দুই। পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার পুলিশ আবারও পেল বড়সড় সফলতা। ভাতারের কোবাজপুর এলাকায় একটি লরি থেকে আটক করা হলো ১৩৫ বস্তার রেশনের গম।
#পূর্ব বর্ধমান : ভাতারের কুবাজপুর এলাকা থেকে অবৈধভাবে পাচার হয়ে যাওয়া ১৩৫ বস্তা রেশনের গম আটক গ্রেফতার দুই। পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার পুলিশ আবারও পেল বড়সড় সফলতা। ভাতারের কোবাজপুর এলাকায় একটি লরি থেকে আটক করা হলো ১৩৫ বস্তার রেশনের গম। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ওই জায়গায় হানা দেয়। সেখান থেকে একটি লরির মধ্যে ১৩৫ বস্তা গম আটক করল পুলিশ আর গ্রেফতার করা হল দুই ব্যক্তিকে। ধৃত ব্যক্তিদের নাম শেখ সালাম ও শেখ হাসিবুল।
এর মধ্যে শেখ সালামের বাড়ি ভাতারের বিজয়পুর গ্রামে ও শেখ হাসিবুল এর বাড়ি গলসি এলাকায়। পুলিশের এই সফলতায় খুশি হয়েছেন এলাকার মানুষজন। স্থানীয় বাসিন্দারা বলেন, রাজ্য সরকারের রেশন বন্টনের গম এভাবে পাচার হচ্ছে। পুলিশ খুব ভালো কাজ করেছে। পাচার হওয়ার আগেই আটক হয়েছে গমের বস্তা গুলি। বেশ কয়েকদিন ধরেই শুধুমাত্র চিনি ও চাল দেওয়া হচ্ছিল। গম দেওয়া হয় নি, সেই গম বিক্রি করে মোটা টাকা আয় করার চেষ্টা চালিয়েছিল রেশন ডিলাররা।
advertisement
আরও পড়ুনঃ ডিভিসি'র ওপর ভগ্নপ্রায় ব্রিজ! প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত কয়েকশো মানুষের
সেই গম গোপনে বাজারে পাচার করা হচ্ছিল বলে অভিযোগ তাঁদের। তদন্ত করে দেখা হোক বিষয়টি। পুলিশ সূত্রে খবর, গোপনে রেশনের গম পাচার হচ্ছিল বলে সূত্র মারফত খবর আসে। এরপরই অভিযান চালানো হয়। এই গম পরিবহণের বৈধ কাগজপত্র তারা দেখাতে পারেনি। বেআইনিভাবে গোপনে গম পাচারের অভিযোগে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। ওই গম বাজেয়াপ্ত করা হয়েছে। এ ব্যাপারে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে।
advertisement
advertisement
Malobika Biswas
view commentsLocation :
First Published :
November 04, 2022 8:44 PM IST